কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠিত
Published: 7th, February 2025 GMT
ইমরান হোসেনকে আহ্বায়ক ও ফয়সাল প্রিন্সকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যর সচিব আরিফ সোহেল ৩২১ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নবগঠিত এ কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা পাবলিক লাইব্রেরিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, “শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী চক্রান্ত করছেন। তিনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই। যাদের হাতে দুই হাজার ছাত্র-জনতার রক্ত লেগে আছে, যারা ছাত্র-জনতাকে পঙ্গু করেছে, নিঃস্ব করেছে তাদের আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। কিশোরগঞ্জেও আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনীতি চলবে না। যারাই এমন স্পর্ধা দেখাবে আমরা তাদের প্রতিহত করব।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সদস্য সচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক শরিফুল হক জয়, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসীম, যুগ্ম সদস্য সচিব আদিফুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক রহমত উল্লাহ চৌধুরী হাসিন।
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক শ রগঞ জ কম ট র
এছাড়াও পড়ুন:
ভারত থেকে জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক বিজিবি
ভারত থেকে বাংলাদেশে জাল নোটের প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে বাড়তি টহল দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি জোরদার করছে হিলি কাস্টমস।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেছেন, সীমান্ত দিয়ে জাল নোট বাংলাদেশে প্রবেশ-সংক্রান্ত একটি বিষয় আমাদের নজরে এসেছে। এর পর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সেটি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকব। আমাদের পোস্ট বা অন্য কোনো জায়গা দিয়ে যদি জাল টাকা আসা-যাওয়া করে বা কেউ যদি যাত্রী হিসেবে জাল নোট নেওয়ার চেষ্টা করেন, তা আমরা প্রতিরোধ করব। এ বিষয়ে আমাদের পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। আমরা সতর্ক আছি এবং থাকব, যাতে কোনোভাবেই দেশে জাল টাকা প্রবেশ করতে না পারে।
হিলি কাস্টমসের ব্যাগেজ শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন বলেছেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমরা জানতে পেরেছি, দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে জাল নোট দেশে প্রবেশ করছে। সেহেতু আমরা আইন অনুযায়ী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করছি। এ পর্যন্ত আমাদের এখানে জাল নোট ধরা পড়েনি।
তিনি বলেন, জাল নোট চেনার মেশিন এই চেকপোস্টে বসানো দরকার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।
ঢাকা/মোসলেম/রফিক