দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোরভাবে দমনের বিকল্প নেই। 

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ম র জ ফখর ল ফখর ল

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন দল কয়টি ম্যাচ খেলবে

আগামী বছর ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে দলগুলোর ভাবনা ও প্রস্তুতিও শুরু হয়ে গেছে এরই মধ্যে। প্রস্তুতির অংশ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই সংস্করণে কোন দল কয়টি ম্যাচ খেলবে, সেই আলোচনাও আছে। আগামী দুই মাসে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকবে বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বকাপের স্বাগতিক ভারতের। ডিসেম্বর ও জানুয়ারিতে তারা খেলবে ১০ টি–টোয়েন্টি ম্যাচ। দেখে নেওয়া যাক টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই সংস্করণে টেস্ট খেলুড়ে দলগুলোর কোন দলের কয়টি ম্যাচ আছে—

আফগানিস্তান

বিশ্বকাপের আগে টি–টোয়েন্টি ম্যাচ নেই।

অস্ট্রেলিয়া

বিশ্বকাপের আগে টি–টোয়েন্টি ম্যাচ নেই। দলটির ক্রিকেটাররা এখন ব্যস্ত অ্যাশেজ সিরিজ খেলতে।

বাংলাদেশ ক্রিকেট দল

সম্পর্কিত নিবন্ধ