অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত দুষ্কৃতকারীরা: মির্জা ফখরুল
Published: 27th, March 2025 GMT
দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোরভাবে দমনের বিকল্প নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ম র জ ফখর ল ফখর ল
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার (১৪ ডিসম্বের) বিকালে জেলার সিরাজদীখান উপজেলার চকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীরা যোগদান করেন।
আরো পড়ুন:
নির্বাচিত হয়ে প্রথম দায়িত্ব হবে দুর্নীতি ও অনৈতিক সুবিধা বন্ধ করা: তারেক রহমান
রিজভীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল: জামায়াত
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে যোগদান করা শতাধিক নেতাকর্মীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির দলীয় প্রার্থী শেখ আব্দুল্লাহ বলেন, “সবারই জ্ঞান-বুদ্ধি আছে। আল্লাহ তোমাদের (জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের) স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছেন। যে দল বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তাকে কি জনগণ কখনো পছন্দ করবে?”
প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, “তারা এতদিন পরে বুঝতে পেরেছেন যে, বিএনপিই সঠিক দল এবং এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল।”
এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্যসচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা/রতন/রাসেল