‘চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যাদুকাটায় এসে স্নান করলে সব পাপ মোচন হয়। এ জন্য এখানে এসেছি গঙ্গাস্নান করে পুণ্যলাভ করতে’– বলছিলেন সূর্য্যেরগাঁও গ্রামের অনির্বাণ দাস। 
স্নানের পাশাপাশি নদীতে বাবার অস্থি বিসর্জন দিয়েছেন বলে জানিয়ে অনির্বাণ বলেন, ‘পরিবারের সবাই এক হয়ে পণাতীর্থে গঙ্গাস্নান করতে এসেছি। গঙ্গাস্নানের পাশাপাশি অনেকে এখানে আসেন মা, বাবা, আত্মীয়স্বজনের অস্থি বিসর্জন দিতে। আমিও বাবার অস্থি বিসর্জন দিতে এসেছি।’ 
অপর পুণ্যার্থী শ্যামল বর্মণ বলেন, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতীসহ সাত পুণ্য নদীর প্রবাহ একসঙ্গে যাদুকাটায় এসে মিলিত হওয়ায় নদীর জল পবিত্র হয়ে ওঠে। 
তেরীগাঁও গ্রামের বাসিন্দা শিতেশ পাল বলেন, কেউ যান লাঙ্গলবন্দে, কেউ ভারতের গঙ্গায় আর কেউ মনে করেন সব তীর্থের সেরা তীর্থ পণাতীর্থ।
গত বুধবার রাত ১১টা ১ মিনিট থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২৪ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে দুই দিনব্যাপী এ গঙ্গাস্নান চলে। এ উপলক্ষে উপজেলার রাজারগাঁও অদ্বৈত প্রভুর জন্মধামসংলগ্ন যাদুকাটা নদীতে লাখো মানুষের ঢল নামে। এ উপলক্ষে এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ। বুধবার সকাল থেকেই লাখো মানুষ অদ্বৈত প্রভুর আখড়া, গড়কাটি ইসকন মন্দির এবং নদীর তীরে অবস্থান নেন। রাজারগাঁও আখড়াবাড়ি ও যাদুকাটা নদীর উভয় তীরে বালুর চরে বসে মাটির খেলনা, খাদ্যসামগ্রীর দোকান। 
অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বলেন, দু’দিন আগে থেকেই উৎসবে আসা পুণ্যার্থীরা এখানে অবস্থান করে গঙ্গাস্নান সম্পন্ন করেছেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ ন ন কর

এছাড়াও পড়ুন:

শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) পরিচালিত সিআরসি স্কুল।

এছাড়া স্কুল শিক্ষার্থীদের ষান্মাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরষ্কার বিতরণ ও বর্তমান সক্রিয় শিক্ষকদের আইডি কার্ড প্রদান করা হয়।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বটতলায় এ ফল উৎসবের আয়োজন করে সংগঠনটি। এ সময় অনুষ্ঠানে সিআরসি স্কুলের শিশুদের নিয়ে নানা ধরনের ফলভিত্তিক খেলাধুলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফল ভোজনের ব্যবস্থা করা হয়।

আরো পড়ুন:

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা 

‘আদু ভাই’র নেতৃত্বে ইবি ছাত্রদল, আগ্রহ হারাচ্ছেন কর্মীরা

সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) দীর্ঘদিন ধরে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারা বছরই এদের নিয়ে সমাজ ভাবুক।

সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “দিনব্যাপী এই আয়োজনে শিশুরা ফল চেনে-জানে, খেলাধুলায় অংশ নেয় এবং সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। তারা যেন নিজেদের পরিবারবিহীন না ভাবে, সে লক্ষ্যেই এমন মানবিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটু হাসি ফুটুক। পরীক্ষার ফলাফলের প্রদানের দিনে এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং সিআরসি স্কুলের সকল শিক্ষক।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • একুশ বছরে বাতিঘর, উৎসবে সাজবে কাল
  • বড় কিছুর আশায় পবিত্র নগরীতে মিরাজরা
  • ছোটবেলার স্বপ্ন পূরণ
  • উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল
  • উল্টো টানে শেষ হলো ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা
  • বই বিনিময় উৎসবে বইয়ের মানুষকে স্মরণ
  • উল্টো রথে শেষ হলো উৎসব
  • তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন
  • রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না: দুলু
  • শিশুদের নিয়ে ইবি সিআরসি স্কুলের ফল উৎসব