পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে এ দিনটিকে করে তুলেছে মহিমান্বিত। আর আজকের তাৎপর্যপূর্ণ এই দিনে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ঢল। 

আজানের পরপরই শুরু হয় খুতবা। আলোচনায় আবারও মনে করিয়ে দেওয়া হয়, পবিত্র এ মাসের ফজিলতের কথা।

শুক্রবার (২৮ মার্চ) রমজানের শেষ জুমায় নারায়ণগঞ্জ শহর ও শহরের বাইরের মসজিদে-মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

শহরের ডিআইটি জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন।

ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। এছাড়া মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা হয়। এ সময় হাজারো মুসল্লির সমবেত কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় মসজিদ গুলো।

এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।

রমজান মাসের শেষ জুমার এ দিনটিকে মুসলিম বিশ্ব ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করে থাকে। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ বিশেষ দিন পালিত হলো।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: মসজ দ ন র য়ণগঞ জ রমজ ন মসজ দ

এছাড়াও পড়ুন:

হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

ভাড়া নিয়ে বিতর্কের জের ধরে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মো. সিয়াম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  সিয়াম গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে ধাক্কা দেয়। তার ধাক্কায় ওই শিক্ষার্থী বাস থেকে পড়ে যায়। এসময়ে পিছনে থেকে অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চ্যাম্পিয়ন পরিবহনের বাসটি আটক কর হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ