আ’লীগের ঝটিকা মিছিল ঠেকাতে অভিযান জোরদার
Published: 21st, April 2025 GMT
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর ঝটিকা মিছিলের ঘটনা বেড়েছে। তাদের মিছিল ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে গ্রেপ্তার অভিযান। গতকাল রোববার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও কদমতলী থানা পুলিশ। এর আগের তিন দিনে ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িত। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার উত্তরা এলাকার থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে যেন মিছিল করতে না পারে, সেটা পুলিশকে বলা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া শাখা থেকে গতকাল জানানো হয়েছে, এদিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ।
অপরদিকে রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ছাড়া ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজনকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।
খুলনার একাধিক স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আত্মগোপনে থাকা যশোর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে রোববার দুপুরে পুলিশের অভিযানের পর সন্ধ্যায় শহরের পুরোনো কসবা কাঁঠালতলা মোড়ে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শরীয়তপুরে শনিবার রাতে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মী। পরদিন আওয়ামী লীগের পক্ষে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল সকাল ৬টার দিকে কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ।
(তথ্য দিয়েছেন খুলনা ব্যুরো, যশোর অফিস এবং শরীয়তপুর ও কিশোরগঞ্জ প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর ছ ন ত কর ম ক ম ছ ল কর আওয় ম
এছাড়াও পড়ুন:
গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে এ কর্মসূচি পালন করেন তারা।
উপজেলার দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিলটি রংপুর–ঢাকা মহাসড়কের কাটা খালি ব্রিজ হয়ে কোরিয়ান গেট প্রদক্ষিণ করে বালুয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ থেকে লিংকনের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানানো হয়।
আরো পড়ুন:
টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল
মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যা: বিচার দাবিতে বিক্ষোভ
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, লিংকন দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন না। তিনি দীর্ঘ ১৮–১৯ বছর ঢাকা ও মালয়েশিয়ায় অবস্থান করেছেন। তার প্রতি স্থানীয় নেতাকর্মীদের আস্থার সংকট তৈরি হয়েছে। তাকে মনোনয়ন দিলে আসন হারানোর শঙ্কাও রয়েছে। বিগত দিনের আন্দোলন–সংগ্রামে লিংকনের কোন ভূমিকা ছিল না।
আন্দোলনকারীরা এই আসনে স্থানীয় নেতাকর্মীদের মতামত নিয়ে মনোনয়ন চূড়ান্ত করতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, নির্বাচনে জয়ের কথা চিন্তা করে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন- তালুককানুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন বিদুৎ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিন শেখ, তালুককানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলু।
এর আগে, গত মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌরশহরের কুঠিবাড়ি ঈদগাহ মাঠ থেকে বিএনপির হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে রংপুর–ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নেয় ও সড়ক অবরোধ করে।
এ বিষয়ে জানতে শামীম কায়সার লিংকনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
গাইবান্ধা–৪ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে শামীম কায়সার লিংকনকে। প্রার্থী পরিবর্তনের দাবিতে গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বরাবর মনোনয়ন বঞ্চিত গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদসহ ছয় নেতা একটি লিখিত আবেদন দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা/মাসুম/মাসুদ