এক ছিল পুতুলের রাজ্য। সেখানে থাকতো এক নীল রঙের পুতুল। নাম- গোনজো। সে একদিন গ্রন্থাগারে দেখলো একটি ভূতুড়ে বাড়ির গল্পের বই। সে পড়ে খুব মজা পেলো। সেদিন বাড়ির পথে সে দেখলো একটা বন্ধ বাড়ি। দেখতে ভয়ানক! তার বাড়িটার ভেতরে যেতে ইচ্ছে হলো। তাই সে ভেতরে গেলো। দেখলো, খুব অন্ধকার। হঠাৎ সাদা কাপড় পরা একটা ভূত তার সামনে চলে এলো। সে ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা ঘরে চলে এলো। দেখলো, সেখানে অনেক সোনা-গহনা। সে বললো, ‘আমি খবরের কাগজে পড়েছিলাম শহরে সোনা-গহনা চুরি হচ্ছে। এগুলো সেগুলোই নয়তো? কিন্তু ভূত কেন চুরি করতে যাবে?’ সে ঘর থেকে বের হয়ে দেখলো সাদা কাপড় পরে একটা মানুষ সবাইকে ভয় দেখাচ্ছে। সে একটা বুদ্ধি করলো। তার পাশে একটি জানালার কালো পর্দা ছিল। সে কালো পর্দা গায়ে দিয়ে তার ওপর চকচকে গহনা পরে হাতে হারিকেন নিয়ে ভূতের সামনে গিয়ে দাঁড়ালো। ভূত তাকে দেখেই ভয় পেয়ে পালালো। আর গোনজো সেসব সোনা-গহনা যাদের, তাদের কাছে পৌঁছে দিল। তারপর তারা নিজের বাড়িতে চলে গেলো এবং আনন্দে দিন কাটাতে লাগলো!
বয়স : ৩+৩+৩ বছর; পঞ্চম শ্রেণি, মণীষা ভবন কেজি স্কুল, নাটোর
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম
বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।
মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে।