নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে বগিতে ত্রুটি থাকায় তা রেখেই রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি চিলাহাটি থেকে আব্দুলপুর হয়ে রাজশাহী রুটে চলাচল করে।

আব্দুলপুর রেলস্টেশনের মাস্টার মো. মোস্তাফিজুর রহমান নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিলাহাটি থেকে আব্দুলপুর হয়ে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং ভেঙে চাকা দেবে যায়। এতে বগিটি লাইনের সঙ্গে বেঁধে যাচ্ছিল। আব্দুলপুর স্টেশনে ট্রেনটি দাঁড়ালে চালক বিষয়টি বুঝতে পারেন।

ত্রুটিপূর্ণ বগিটি স্টেশনে রেখে যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করে আধা ঘণ্টা পর ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্টেশনে পাঁচটি লাইন থাকায় কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ঈশ্বরদী থেকে উদ্ধারকর্মীরা এসে ত্রুটিপূর্ণ বগিটি নিয়ে যাবে বলে জানান স্টেশন মাস্টার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ারভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন বগুড়ার মহাস্থানের সাজেদুল ইসলাম (২০) এবং তাঁর ১৬ বছর বয়সী ভাগনে। ভাগনের বাড়ি পাটগ্রাম উপজেলায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মামা–ভাগনে ভারতীয় সীমান্তসংলগ্ন একটি চা–বাগানের ছবি তুলতে গিয়ে শূন্যরেখা পেরিয়ে ভারতের ২০ থেকে ২৫ গজ ভেতরে চলে যান। এ সময় ভারতের কোচবিহারের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের আটক করে হেফাজতে নেন। খবর পেয়ে পাটগ্রামের ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ডাকেন। পরে গতকাল রাত দুইটার দিকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ