গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা গ্রামীন মাঠ এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় পুলিশ রাতেই শিশুকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

অভিযুক্তরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তরফ মণ্ডল গ্রামের ইদ্রিস আলীর ছেলে সিফাত মিয়া (২৩), মাটিকাটা এলাকার লাবু মিয়া (২৩), আবু সাইদ (২২) ও নাহিদ ইসলাম(২৩)।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও মামলার  সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যায় চার যুবক। এসময় তাকে একটি পরিত্যক্ত গরুর ফার্মে নিয়ে সিফাত ধর্ষণ করেন। তখন সিফাতের তিন বন্ধু বাইরে থেকে পাহারা দেয়। পরে কিশোরীকে বাসায় পৌছে দিয়ে চার যুবক চলে যায়।  ওই কিশোরী এ ঘটনার একদিন পর তার পরিবারকে জানায়। পরে তার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। সেখানে একটি অভিযোগ দিলে পুলিশ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রথমবার ভিডিওতে একসঙ্গে বেলাল খান ও কর্নিয়া 

দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মত দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিও তে । নাটক সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের এক সাথে ভিজুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।

 ‘তুমি ছাড়া নেই আলো ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা , সুর করেছেন বেলাল খান  এবং সঙ্গীতায়োজন এমএমপি রনি ।  মেলোডি রোমান্টিক এই গানের মনমুগ্ধকর  মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী । 

নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের  মেলোডিরোমান্টিক  গানগুলোর মত নতুন গান করা  ।আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী।  এ প্রসঙ্গে কর্নিয়া  বলেন বেলাল ভাইয়ের  গানগুলো বরাবরই স্পেশাল হয়।  এবারের গানটিও তেমনি।  অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আজ বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো ’ গানটি প্রকাশ হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ