কেভিন ডি ব্রুইনে আর ম্যানচেস্টার সিটি, এই নাম দুটি যেন সমার্থক। পেপে গার্দিওলার অধীনে যে শক্তিশগালী ম্যানসিটি গড়ে উঠেছিল তার মূল স্তম্ভ ছিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তবে বলা হয়, সব কিছুরই ইতি আছে। সেই বানীকে সত্যতা দিয়ে, হঠাৎ গত মাসে ডি ব্রুইনে জানান, সিটি তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে!

শুক্রবার (২ মে) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিজের দ্বিতীয় শেষ ম্যাচ খেলেছেন ডি ব্রুইনে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সামনের মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে যে সংশয়ের মেঘ তৈরি হয়েছিল সেটা কেটে গিয়েছে আপাতত।

ঘরের মাঠ ইতিহাদে প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও, ৩৫তম মিনিটে জেরেমি ডকুর বাঁ দিক থেকে করা কাট-ব্যাকে ডি ব্রুইনের সাইড ফুটের শটে বল জালে জড়িয়ে দেন। স্টেডিয়াম জুড়ে তখন গর্জে ওঠে কোরাস: “ওহ, কেভিন ডি ব্রুইনে!” জন্ম নেয় এক আবেগঘন মুহূর্তেরে। এটি ৩৩ বছর বয়সী ডি ব্রুইনার ইতিাহাদে দ্বিতীয় শেষ ম্যাচ।

আরো পড়ুন:

ম্যাচ জিতিয়ে মর্মাহত ডি ব্রুইনে জানালেন, চুক্তি নবায়নের প্রস্তাব

গার্দিওয়ালার ভয়, চ্যাম্পিয়নস লিগে জায়গা হারালে বড় ট্রান্সফার করতে পারবেন না

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ডি ব্রুইনে বলেন, “আমি জানি এখানে (ইতিহাদে) এখনও একটি ম্যাচ বাকি আছে। আমি আমার কাজ ঠিকমতো করার চেষ্টা করি, আজকেও সেটা করেছি। গর্বিত যে ঠিকভাবে খেলতে পেরেছি।”

গত দুই মৌসুমে চোটের সঙ্গে লড়াই করা ডি ব্রুইনে বিস্ময় প্রকাশ করেছিলেন যে, ক্লাব তার চুক্তি নবায়নের প্রস্তাব দেয়নি। তিনি বিশ্বাস করেন তার এখনও অনেক কিছু দেওয়ার আছে তার। এই ম্যাচে সেই দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ডি ব্রুইনে বলেন, “অনেক সতীর্থ বলেছে, দুঃখজনক যে আমাকে চলে যেতে হবে। জীবনে এমনটাই হয় কখনো কখনো। আমি দলের একজন হিসেবে সব দিয়েছি, জিততে চেয়েছি, এখনও চাই।”

ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে ডি ব্রুইনে জানান, “দুঃখজনকভাবে, আমি এখনো জানি না। আমি দেখিয়েছি যে আমি এখনো খেলতে পারি, না হলে গত চার-পাঁচ সপ্তাহে যা করেছি, তা করতে পারতাম না।”

এই জয়ে গার্দিওলার দল ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে অস্থায়ীভাবে এক ধাপ ওপরে উঠে এসেছে। তারা চতুর্থ স্থানে থাকা নিউক্যাসলের চেয়ে ২ পয়েন্ট এবং চেলসি ও নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে। যদিও এই তিন দলেরই একটি করে ম্যাচ হাতে আছে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র ইন

এছাড়াও পড়ুন:

মেসিকে নিয়েই এশিয়া-আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রস্তুতি পর্ব জোরালো করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটি এবার ছুটছে এশিয়া ও আফ্রিকার পথে—আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে। এই সফরে দলের প্রাণভোমরা লিওনেল মেসিও অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম ‘ওলে’ ও ‘টিওয়াইসি স্পোর্টস’-এর বরাতে জানা গেছে, আগামী অক্টোবর মাসে ফিফার আন্তর্জাতিক সূচির ফাঁকে চীন সফরে যাবে আর্জেন্টিনা দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের, যদিও এখনও নির্দিষ্ট প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে চীন ছাড়াও আরও একটি আমন্ত্রিত দলের কথা বিবেচনায় রয়েছে।

চীনে ম্যাচ শেষে নভেম্বরে দলের পরবর্তী গন্তব্য আফ্রিকা। অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১১ নভেম্বর দেশটির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা। এই প্রীতি ম্যাচটি ঘিরে সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) কর্মকর্তাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি

দুয়োতে ম্যাচ হেরে কনফাকাফ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা

সেই আলোচনায় সরাসরি যুক্ত ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি ফোনে কথা বলেন লিওনেল মেসির সঙ্গেও। মেসি স্মরণ করেন, ২০০৬ সালে ইতালির মাটিতে অ্যাঙ্গোলার বিপক্ষে তাঁর প্রথম ম্যাচের কথা, যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছিল ২-০ গোলে।

অ্যাঙ্গোলার ম্যাচ শেষেই দলের পরবর্তী গন্তব্য কাতার—সেই মাঠ, যেখানে ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। কাতার সফরেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে, যদিও প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তাদের এখনও বাছাইপর্বে চারটি ম্যাচ বাকি আছে—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে, যেগুলো অনুষ্ঠিত হবে জুন ও সেপ্টেম্বরে।

বিশ্বকাপ শুরুর আগে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে ও দলকে আরও পরিপক্ব করে তুলতেই এই ভিন্ন মহাদেশের সফর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। স্রেফ মাঠের অনুশীলন নয়, বাস্তব ম্যাচ পরিস্থিতির মধ্য দিয়েই দলটিকে ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে চায় কোচ স্কালোনি ও তার টিম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বোরো ধানে নামছে চালের দর উত্তাপ সবজির বাজারে
  • সংবাদমাধ্যমের স্বাধীনতা: বৈশ্বিক হুমকি ও স্থানীয় সংস্কার
  • ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর
  • বোরো ধানে নামছে চালের দর, উত্তাপ সবজির বাজারে
  • মেসিকে নিয়েই এশিয়া-আফ্রিকা সফরে আসছে আর্জেন্টিনা
  • পাঁচ কোটির ক্লাবে জংলি, প্রযোজক জানালেন ব্লকবাস্টারের অপেক্ষায়
  • তালপাতার পাখা: প্রয়োজন কমেছে, আবেদন কমেনি
  • র‍্যাংকিংয়ে মিরাজ-জাকেরদের অগ্রগতি