গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। তারপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ফল স্বরূপ গতকাল রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও।

ভারত এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। এ পরিস্থিতিতে ভারতীয় শোবিজ অঙ্গনের তারকারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা কি এই যুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে? চলুন জেনে নিই এ বিষয়ে কোন তারকা কী বলছেন—

‘পদ্মবিভূষণ’ পুরস্কারজয়ী ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী মাইক্রোব্লগিং সাইট এক্সে ‘অপারেশন সিঁদুর’র পোস্টার শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, “জয় হিন্দ।”

আরো পড়ুন:

বাবা-মা হতে যাচ্ছেন তারকা দম্পতি

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ

বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। ক্ষমতাসীন বিজেপি ঘেঁষা এই তারকা তার এক্স অ্যাকাউন্টে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “ভারত মাতা কি জয়!” হ্যাশট্যাগে অনুপম খের লেখেন, “অপারেশন সিঁদুর”।

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও বিজেপি ঘেঁষা। ভারতীয় সেনাবাহিনীর মনোবল বাড়াতে মাইক্রোব্লগিং সাইট এক্সে লেখেন, “জয় হিন্দ জয় মহাকাল”।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও নিজ দেশের জয় গান গেয়েছেন। তিনি লিখেন, “জয় হিন্দ কি সেনা। ভারত মাতা কি জয়! অপারেশন সিঁদুর।”

বলিউডের আলোচিত অভিনেতা পরেশ রাওয়াল। বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। সক্রিয়ভাবে বিজেপির রাজনীতি করেন। এ অভিনেতাও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ‘হেরা ফেরি’  অভিনেতা পরেশ রাওয়াল লেখেন, “অপারেশন সিঁদুর। ভারতীয় সশস্ত্র বাহিনী, নরেন্দ্র মোদিজি।”

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর আজ ভোর ৫টায় এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই নির্মাতা লেখেন, আমাদের বাহিনীর সঙ্গে আমাদের প্রার্থনা থাকবে। আমরা একটি জাতি, একসঙ্গে দাঁড়িয়ে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম।”

তা ছাড়াও অভিনেত্রী কাজল আগরওয়াল, নিমরত কৌর, তাপসী পান্নু, অভিনেতা বিনীত কুমার সিংসহ বেশ কজন তারকা নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে শহিদ মিনারে ফুল দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধা

টাঙ্গাইলে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। 

মঙ্গলবার (১ জুলাই) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক তুষার আহমেদ বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেটি সম্ভব হয়েছে আমাদের শহীদদের আত্মত্যাগের কারণে। এখন আমাদের কর্তব্য হলো- আকাঙ্ক্ষা থেকে এই আন্দোলন ও আত্মদান, অর্থাৎ একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন- তা বাস্তবায়ন করা। সেটিই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও মর্যাদা।”

জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার বলেন, “জুলাই আমাদের মুক্তির দ্বার উন্মোচন করেছে ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের কাঁধে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্বও অর্পণ করেছে। আর তা হলো-জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন। আমরা একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি জুলাই গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সমাজে প্রকৃত বিচার নিশ্চিত করতে চাই। যতদিন না পর্যন্ত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হচ্ছে, ততদিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার সংগ্রাম অব্যাহত রাখবে।’’

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফেডারেশনের পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা, সদস্য সচিব মুনঈম ইসলাম, জেলা সদস্য শিশির প্রমুখ।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত নিবন্ধ