গর্ভাবস্থার শেষ তিন মাসের অভিজ্ঞতা জানালেন দীপিকা
Published: 9th, May 2025 GMT
মাতৃত্বের অভিজ্ঞতা নারীর জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। এই অভিজ্ঞতা জীবন সম্পর্কে নতুন ধারণার জন্ম দেয়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিছুদিন আগে মা হয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা।
দীপিকা বলেছেন, ‘‘গর্ভাবস্থার শেষ তিন মাস অনেক কষ্ট করতে হয়েছে। হঠাৎ করে আমার শরীরের কিছু অংশ নতুন করে চিনতে শুরু করি। কারণ সেই অংশগুলোয় ব্যথা অনুভব হচ্ছিলো। পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল।”
দীপিকা পাড়ুকোন
আরো পড়ুন:
শুভ জন্মদিন ‘চাঁদনী’র নায়ক
জয়ের জীবন বদলে দিয়েছে জায়েদ খান, পূর্ণিমা, অপু
সমস্যা মোকাবিলায় নিয়মিত যোগাভ্যাস করতেন দীপিকা। সন্তান প্রসবের পর শরীরের ফিটনেস ফিরে পেতে শুরু করেছেন শারীরিক কসরত। সাঁতার থেকে শুরু করে কার্ডিয়ো করেছেন ওজন কমানোর জন্য। তবে আপাতত সিনেমা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাতিলের পথে এশিয়া কাপ ও ভারতের বাংলাদেশ সফর
ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা এবার বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটে। যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বরে এই দুই সিরিজের সময়টিকে আইপিএলের বাকি অংশ শেষ করতে ব্যবহার করতে চায় বিসিসিআই।
এফটিপির সূচি অনুযায়ী, আগস্টে বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপও। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। বিসিসিআই এই সিরিজগুলো নিয়ে অনাগ্রহী।
এদিকে, পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে তা নিয়ে চিন্তিত বিসিবি। শারজাহতে দুইটি প্রস্তুতি ম্যাচের কথাও ছিল, তবে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় সেই পরিকল্পনাও অনিশ্চিত। ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের।