ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তৈরির সময় বাড়ল ৩১ মে পর্যন্ত
Published: 9th, May 2025 GMT
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন ব্যাংকের মধ্যে যারা এখনো বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারেনি, তাদের নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করার সময় বাড়ানো হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ ব্যাংক আইনি বাধ্যবাধকতা শিথিল করে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপনে জারি করে। তাতে যেসব ব্যাংক গত বছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি, তাদের এই প্রতিবেদন জমার সময় ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে এসব ব্যাংককে তাদের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংককে জমা দিতে হবে। ব্যাংকগুলো এই সময় দেওয়ার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থেকে ব্যাংকগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার চার মাস বা ১২০ দিনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বছর শেষের নিরীক্ষিত আর্থিক হিসাব চূড়ান্ত করা হয়। এই হিসাব চূড়ান্ত করার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়। একইভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে হিসাব বছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণাসহ নিরীক্ষিত আর্থিক হিসাবের তথ্য জানাতে হয়। এত দিন নিয়ম মেনে এই ধারা অব্যাহত ছিল। বেশির ভাগ ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে তাদের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করে লভ্যাংশ ঘোষণা করে আসছিল। এ বছর এসে তাতে কিছুটা বিপত্তি দেখা দিয়েছে।
আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি পরিপালন করতে গিয়ে দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে। একই অবস্থা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোরও। ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কোনো ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করলেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পায়নি। আবার কোনো কোনো ব্যাংককে অনাপত্তি দেওয়ার পর শেষ মুহূর্তে সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে অনেক ব্যাংক আর্থিক হিসাব চূড়ান্ত করতে পর্ষদ সভা ডেকেও পর তা বাতিল করে।
জানা যায়, গত মার্চে ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা–সংক্রান্ত নতুন নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বা যথাযথ প্রভিশনিংয়ে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না। এই শর্তের বেড়াজালে আটকে গেছে বেশির ভাগ ব্যাংকের লভ্যাংশ। এ ছাড়া গত ৫ আগস্টের পর মালিকানা-ব্যবস্থাপনা পরিবর্তিত হওয়া ব্যাংকগুলোর লুকিয়ে রাখা খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতিসহ আর্থিক বিভিন্ন সূচকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বনিবনা হয়নি। এ কারণে এসব ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না। এ কারণে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে চলতি মাসের ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ড় ন ত করত ক আর থ ক
এছাড়াও পড়ুন:
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষণা দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।
পরে ৭ দফা দাবি দিয়ে তারা মহাসড়ক ছেড়ে উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পেশ করা তাদের দাবিগুলো হল-, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করা; তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর বিচারের আওতায় এনে সাংবিধানিকভাবে স্থায়ী নিষিদ্ধ করা; তাদের নেতাদের সেইফ এক্সিট কারা দিয়েছে তাদের তালিকা প্রকাশ করা; যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের বিভিন্ন প্রাণহানীমূলক রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনা; অবিলম্বে দণ্ডবিধির ১৩২ ধারা বাতিল করা; জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে করে রায় কার্যকর করা এবং আওয়ামী লীগ পূনর্বাসনের অভিযোগ যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা নিয়মিত অফিস করেন না, তাদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত শুরু করা এবং সকল সুশীল উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা। খবর বাসসের
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে তারা আগামীকাল শনিবার বিকেলে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেডের ঘোষণা দেওয়া হয়েছে।
অবরোধ প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি মো. মহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো পেশ করে চলে গেছে।’