মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে হুজাইফা ওরফে হোসাইন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
হুজাইফা ওই গ্রামের তুহিন আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাতে তিনি বলেন, ‘‘সকাল থেকে নিখোঁজ ছিল হুজাইফা। দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।’’
আরো পড়ুন:
সিরাজগঞ্জে ‘স্পিরিট’ পানে দুই জনের মৃত্যু
নাটোরের প্রবীণ সাংবাদিক নবীউর রহমান মারা গেছেন
ঢাকা/ফারুক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পল্লবী থানা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী ওরফে সিটু (৪৭), মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) এবং আওয়ামী লীগ মনোনীত কুমিল্লার মুরাদনগরের সাবেক সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল কাদের (৫২)।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে আওয়ামী লীগের নেতা রমজান আলীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের একটি দল। ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ওই দিন রাত রাত ১০টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাখালীর রসুলবাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাসেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। একই দিন রাত ৯টার দিকে ডিবি রমনা বিভাগের একটি আভিযানিক দল ঢাকা-মাওয়া হাইওয়ে থেকে যুবলীগ নেতা মেহেদী হাসান এবং রাত ১০টার দিকে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে আবদুল কাদেরকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।