বগুড়ার শেরপুর থেকে কষ্টিপাথরের বিষ্ণুর মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এসময় মূর্তি পাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেন তারা। ১৭ ইঞ্চি উচ্চতা ও ১২ ইঞ্চি প্রস্থের এই মূর্তিটির ওজন ২৯ কেজি।

শুক্রবার (৯ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার শেরপুর থানার আড়ং শাইল গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০)।

আরো পড়ুন:

অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক উদ্ধার

ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন- তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে শেরপুর থানার রাজবাড়ী মুকুন্দ গ্রামের মাওলানা আল-আমিনের মাছের খাবারের ঘরে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় তিন পাচারকারীকে। 

আটক ব্যক্তিরা বিষ্ণু মূর্তিটি বিদেশে পাচারের চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র আটক

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব শহরের থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। 

এসময় তিনি বলেন পৃথিবীতে দুইটি দল আছে একটি হলো আল্লাহর দল আরেকটি হলো শয়তানের। আপনি আমি কোনটিতে থাকবো এটা একান্তই আমাদের সিদ্ধান্তের। বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে। 

ভোটের সময় হলে মৌলভী, ভোটে শেষে আর কাউকে চিনে না। এমন চরিত্রের মানুষদের কে চিন্হিত করার সময় এখনোই। সারা বাংলাদেশে   ইসলামী বিজয়ের এক রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরো বলেন মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র আল কুরআন,  কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে। 

এসময় নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার  কয়েকশত সুধীদের নিয়ে সমাবেশে নারায়ণগঞ্জ সদর সাংগঠনিক পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পূর্ব থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ
  • পুলিশের গাড়িতে আইভী সমর্থকদের হামলার চেষ্টা : প্রতিহত করল যুবদল
  • শরীয়তপুরের থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • টাঙ্গাইলে চলন্ত মোটরসাইকেলে কক‌টেল নিক্ষেপ, দুই ভাই গুরুতর আহত
  • হত্যা মামলায় কারাগারে আইভী
  • সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় কারাগারে আইভী
  • সাবেক মেয়র আইভী গ্রেপ্তার (ভিডিও/ছবি)
  • নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৫