আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটি না হলে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘যদি এটি করা না হয়, ছাত্র-জনতাকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে হবে।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার বেলা তিনটার পর থেকে ঢাকার শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। সাড়ে তিনটা থেকে শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

বিকেল পাঁচটার দিকে সেখানে বক্তব্য দেন আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ড.

ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।...আওয়ামী লীগ হলো ফেরাউনের বাহিনী। এই ফেরাউনের বাহিনী বাংলাদেশে থাকতে পারে না। কিছু রাজনৈতিক নেতার মনে আওয়ামী লীগের জন্য প্রেম জেগেছে। তারা...দাদা বাবুদের দেশে চলে যাক।’

আওয়ামী লীগকে খুনি, সন্ত্রাসী ও গণহত্যাকারী দল হিসেবে আখ্যায়িত করে হেফাজতে ইসলামের এই নেতা আরও বলেন, ‘এই দলকে নিষিদ্ধ করতেই হবে। অধ্যাপক ইউনূসকে বলতে চাই, ৯টি মাস অতিক্রান্ত হলেও আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি না হয়, বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ ছ ন ন কর ন ষ দ ধ কর ইসল ম আওয় ম

এছাড়াও পড়ুন:

পদত্যাগের ঘোষণা দিলেন রাঙামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী

‘মানসিক চাপ’ ও ‘পারিবারিক’ কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শিগগিরি তিনি পদত্যাগপত্র ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানোর কথা জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে মোবাইলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রবিবার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

আরো পড়ুন:

রাঙামাটিতে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না: নাহিদ 

ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে বিপিন জ্যোতি চাকমা লেখেন, “আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পাটি-এনসিপি, রাঙামাটি পার্বত্য জেলা। ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।”

ফেসবুকে এই পোস্ট নজরে আসার পর রাতে বিপিন জ্যোতি চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। আজ সোমবার সকালে তিনি পদত্যাগ করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির স্থানীয় নেতারা জানান, দলের কিছু কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন বিপিন জ্যোতি চাকমা। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটি ধারণা করা হচ্ছে। 

এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, “কিছুটা মান-অভিমান আছে। আশা করছি, বসে সমাধান করে আমরা দলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাব।”

গত ৫ জুন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাঙামাটি জেলার ২৪ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ