পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম‌্যান নির্বাচন করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন চেয়ারম‌্যান নির্বাচন সম্পন্ন করেছেন।

সোমবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্যমতে, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম‌্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী। গত ৩০ এপ্রিল থেকে তিনি কোম্পানিটির চেয়ারম‌্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাব পাস করা হরেছে।প্রসঙ্গত, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯টি। সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৯.

৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৯২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১.০৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিসিএস নন-ক্যাডার প্রধান শিক্ষক সমিতির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে এক সভায় এ কমিটি গঠিত হয়। এতে বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ব্যাচের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

কমিটির সভাপতি নির্বাচিত হন রাজধানীর মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিলের প্রধান শিক্ষক (নন-ক্যাডার) মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা আনছার মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (নন-ক্যাডার) ছোটন চন্দ্র রায়। 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সোহাগ সিদ্দিকী, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন রায়হান আহমেদ, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ী, নোয়াখালী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কামরুল ইসলাম রাশেদ, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার, ঢাকা এবং ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজু মণ্ডল, গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়রা, খুলনা।

আগামী তিন বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়েছেন। বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দের আন্তঃসম্পর্ক বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, সার্ভিস সংক্রান্ত বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধান এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এই সমিতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ