Prothomalo:
2025-05-14@17:54:47 GMT

কেন্দ্রকাননের কুরচি-কথা

Published: 14th, May 2025 GMT

বিশ্বসাহিত্য কেন্দ্রের স্বজনদের কাছে এর ছোট্ট সবুজ প্রাঙ্গণটা মহুয়াতলা নামেই পরিচিত ছিল। বছর কয়েক আগে এক ঝড়ে মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে উপড়ে যায় মহুয়া। কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ তারপর থেকেই ভাবছিলেন কী গাছ লাগানো যায়। পরে প্রকৃতিপ্রেমী তুঘলক আজাদের পরামর্শে তাঁর এনে দেওয়া কুরচি ঠাঁই পায় কেন্দ্রপ্রাঙ্গণে। কেন্দ্রকাননে আরেক দুর্লভ ফুল অশোকগাছের কোল ঘেঁষে বসতি গেড়েছে কুরচি। গত বছর গুটিকতক ফুলে এলেও এ বছর এসেছে দল বেঁধে। সূর্যের পরশে তার ধবধবে সাদা রূপ যেন উপচে পড়ছে। আর সন্ধ্যার মৃদু বাতাসের সঙ্গে জানান দিয়ে যাচ্ছে তার সৌরভ। সন্ধ্যা থেকে রাতে ঢুকে পড়া আড্ডাগুলোয় কথার সঙ্গে কুরচির সুরভিও যেন মাখামাখি করে জড়িয়ে থাকে। সবুজ পাতার পটভূমিতে লাল অশোকের থোকার পাশে সাদা কুরচির থোকা জায়গাটুকুকে নয়নাভিরাম করে তুলেছে।

কেন্দ্রের বাগানে কুরচি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমির খানের নতুন সিনেমা নকল

২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর আমির খান নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তিন বছর অভিনেতা ফিরছেন ‘সিতারে জমিন পার’ নিয়ে। ছবিতে প্রযোজক ও অভিনেতা দুই ভূমিকাতেও পাওয়া যাবে আমিরকে। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিদ্রূপের মুখে পড়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জমিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। তবে নেটিজেনরা বলছেন, প্রেরণা নয়; বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি সিনেমা।

‘সিতারে জমিন পার’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ