কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও রাজগঞ্জ বাজারে মৌসুমী ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।
আজ বুধবার (১৪ মে) পরিচালিত এই যৌথ অভিযানে বিভিন্ন মৌসুমী ফলে ক্ষতিকর কেমিকেল আছে কি-না তা পরীক্ষা করা হয়। তবে কোনো ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
বিএসটিআই কুমিল্লা জেলা অফিস সূত্র জানায়, অভিযানে আম, লিচু, মাল্টা, আঙুর ও আপেলসহ মৌসুমী ফলের তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষা করা হয়। ফলগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কেমিকেল শনাক্ত হয়নি।
আরো পড়ুন:
শক্ত অবস্থানে বিএসটিআই
আমদানি করা অর্ধেক কসমেটিকস পণ্যই ভেজাল ও মানহীন
মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যপণ্য নিলামে বিক্রির অভিযোগ
একই সময় খাদ্যপণ্যের মোড়কে অনুমোদনহীনভাবে মানচিহ্ন (স্ট্যান্ডার্ড মার্ক) ব্যবহার এবং বিভ্রান্তিকর তথ্য প্রদানের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মেসার্স বিক্রমপুর শশী ভান্ডার, দেশওয়ালী পট্টি, কুমিল্লাকে ২৫ হাজার টাকা, মেসার্স নিউ প্রিমিয়াম সুইটস, রাজগঞ্জ বাজারকে ১০ হাজার টাকা এবং বিক্রমপুর ঘি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সালমান ফারসি এবং সহকারী কমিশনার মো.
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/রুবেল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।