গত ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিত ‘চ্যাম্পিয়নস ট্রফি’ উপলক্ষে প্রথম আলো ডটকম ও টাইম জোনের উদ্যোগে আয়োজিত হয় ‘ক্রিডেন্স ক্রিকেট জিনিয়াস’। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আটটি দল থেকে উদীয়মান ও সম্ভাবনাময় পাঁচজন ক্রিকেটারের উত্থান এবং ক্রিকেটীয়–জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে নির্মিত হয় পাঁচটি ভিডিও। যেগুলো প্রচারিত হয় credencecricketgenius.

com ওয়েবসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলো এবং টাইম জোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। পর্বগুলোর সঞ্চালনায় ছিলেন ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। আয়োজনটিতে পাঠক–দর্শকদের জন্য প্রতি পর্বের ওপর ছিল পাঁচটি করে কুইজ।

আজ বুধবার (১৪ মে) রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ পর্বের ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশন হাবিবুল বাশার সুমন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ ও ওয়াচ ডিভিশনের সিনিয়র ম্যানেজার সৈয়দা মরিয়ম বিনতে ফারুক টিনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ডিজিটাল মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শামছুন নাহার বীথি এবং প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি, উপব্যবস্থাপক ভক্ত সাগর উর্মি নিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে স্কোরের ভিত্তিতে প্রতি পর্বে মেগা বিজয়ীসহ ৬ জন করে মোট ৩০ জন নির্বাচিত হন। মেগা বিজয়ী পাঁচজনের প্রত্যেককে দেওয়া হয় টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের আকর্ষণীয় হাতঘড়ি আর বাকি বিজয়ীরা পান বিশেষ গিফট ভাউচার।

ভিডিওগুলো উপস্থাপনার অভিজ্ঞতা এবং বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি প্রথমবারের মতো এ ধরনের কনটেন্ট উপস্থাপনা করেছি। আনন্দ লেগেছে। পর্বগুলো এত মানুষ দেখেছে জেনে আমি সত্যিই মুগ্ধ। প্রথম আলো ও কল্লোল গ্রুপ অব কোম্পানিজকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।’

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘প্রথম আলোর শক্তি পাঠকেরা। আমাদের কোনো আয়োজনে যখন পাঠকের সম্পৃক্ততা থাকে, সেটি দারুণ কিছুতে রূপান্তরিত হয়। বিজয়ীদের ধন্যবাদ, আপনারা আছেন বলেই আমরা সাহস নিয়ে সত্য কথাটা লিখতে পারি। টাইম জোনকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাদের সঙ্গী হওয়ার জন্য।’

কুইজে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে উৎপল শুভ্র বলেন, ‘খেলাধুলাবিষয়ক কোনো কুইজ আয়োজন দেখলেই আমি নস্টালজিক হয়ে যাই। কারণ, একসময় প্রথম আলোতে নিয়মিত কুইজ আয়োজন হতো, যেখানে সারা দেশের অসংখ্য পাঠক অংশ নিতেন। আজকের এ আয়োজনে এত বিজয়ীকে দেখে আমি আনন্দিত।’

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ডিজিটাল মার্কেটিং রিফাত আহমেদ বলেন, ‘এ আয়োজনে দর্শক–গ্রাহকদের বিপুল সাড়ায় আমরা অভিভূত। এটি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। বিশেষ করে হাবিবুল বাশার সুমনের মতো ব্যক্তিত্বের সম্পৃক্ততা আয়োজনটিকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন করতে চাই।’

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ওয়াচ ডিভিশনের সিনিয়র ম্যানেজার সৈয়দা মরিয়ম বিনতে ফারুক টিনা বলেন, ‘দুই যুগ ধরে টাইম জোন সেরা সেবাটি দিয়ে আসছে। আমাদের অনেকগুলো পণ্যর মধ্যে ক্রিডেন্স অন্যতম। বিজয়ীদের অভিনন্দন।’

মেগা পুরস্কার হাতঘড়ি জয়ী পাঁচজন হলেন ঢাকার মো. মাজেদুর রহমান শুভ, অনিক আহমেদ ও নিয়াজ ইসলাম আরিফ, গাজীপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মাদারীপুরের মাইনুল হাসান।

গিফট ভাউচার জয়ীরা হলেন ঢাকার রণিত রায়হান রাহী, শাহরিয়ার রিফাত, কামরুল হাসান, শাহ্ মো. আবদুল বারী, মো. তুলিপ হোসেন, মো. মনিরুজ্জামান, হামিদুর রহিম, ফিরোজ আহমেদ, মো. আবদুল বাসেত, মুহাম্মদ ওয়ালিউর রহমান, আসিফ মুবাশ্বির রাফি, এস এম সায়েম, হামীম খান, ফারজানা শরীফ, তারিকুল ইসলাম, নূর, অনিন্দ্য, মো. ফরহাদ হোসেন, তাসিন রিশাদ, শাহাদাত হোসেইন, মো. আনিসুল ইসলাম অনিক, মাগুরার মো. মাহমুদ কলি রুবেল, মানিকগঞ্জের ফাতেমা আক্তার লুবনা ও চট্টগ্রামের মহিমা।

উল্লেখ্য, যে পাঁচ ক্রিকেটারের ওপর ভিডিও নির্মিত হয়েছিল, তাঁরা হলেন ভারতের শুবমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আফগানিস্তানের নাভিন-উল-হক, ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং বাংলাদেশের নাহিদ রানা। পর্বগুলোর প্রযোজনায় ছিলেন সাইফুল করিম শুভ। পাঁচ পর্বের কুইজে অংশ নিয়েছেন প্রায় দেড় হাজার দর্শক। পাঁচ পর্বের মোট ভিউ হয়েছে ৩০ লাখের বেশি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ব ব ল ব শ র স মন প রথম আল র প রস ক র ব জয় দ র আম দ র পর ব র ইসল ম আহম দ

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ