Prothomalo:
2025-09-18@07:48:06 GMT

গ্রীষ্মালাপ

Published: 16th, May 2025 GMT

নিজেকে বুঝতে চাচ্ছি, কোন দিকে ঝুঁকে আছো হে? 

নিজেকে খুঁজতে চাচ্ছি,  কোন দিকে ঘুরে বাঁচো হে? 

কবিতারা গ্রীষ্মেও কেন কুয়াশা মেখে থাকে? 

ভালোবাসা দূর থেকে প্রায়শই নাম ধরে ডাকে...  

পিপাসা রসালো হয়, যথা প্রশ্ন ওঠে 

তরমুজ কেন বালির ওপরে ফোটে? 

ক্যালেন্ডারও পুরোনো হয়, দেয়াল যায় ক্ষয়ে 

আমাকে বেঁচে থাকতেই হয় সিসিফাস হয়ে 

আমাকে সব দেখতেও হয়, দেখতে চাই না যা 

কত বললাম, ও ঘন মেঘ মন থেকে তুই যা যা 

মন শোনেনি কথা আমার, মেঘ শোনেনি কথা 

আর্তলাপে সঙ্গ দিতেই আসে নিঃসঙ্গতা 

ছিটকে পড়া স্বপ্নাদানা তা আজ কোথায় কুড়োবো? 

একটু পরেই তো আমি নিঃসঙ্গতার সঙ্গে শোবো 

নিঃসঙ্গতার পাঁজর-গ্রীবা ও রস না থাকা ঠোঁটে 

যেভাবে কবিতা লেখা হয়, সেভাবেই তরমুজ ফোটে! 

যেভাবে প্রেমিক হত্যা হলে সে খবর কোনো এক গানে 

যদি-বা আমরা পাই, তার কী অর্থ এমন, কী থাকে মানে?

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ