Prothomalo:
2025-05-16@11:25:50 GMT

গ্রীষ্মালাপ

Published: 16th, May 2025 GMT

নিজেকে বুঝতে চাচ্ছি, কোন দিকে ঝুঁকে আছো হে? 

নিজেকে খুঁজতে চাচ্ছি,  কোন দিকে ঘুরে বাঁচো হে? 

কবিতারা গ্রীষ্মেও কেন কুয়াশা মেখে থাকে? 

ভালোবাসা দূর থেকে প্রায়শই নাম ধরে ডাকে...  

পিপাসা রসালো হয়, যথা প্রশ্ন ওঠে 

তরমুজ কেন বালির ওপরে ফোটে? 

ক্যালেন্ডারও পুরোনো হয়, দেয়াল যায় ক্ষয়ে 

আমাকে বেঁচে থাকতেই হয় সিসিফাস হয়ে 

আমাকে সব দেখতেও হয়, দেখতে চাই না যা 

কত বললাম, ও ঘন মেঘ মন থেকে তুই যা যা 

মন শোনেনি কথা আমার, মেঘ শোনেনি কথা 

আর্তলাপে সঙ্গ দিতেই আসে নিঃসঙ্গতা 

ছিটকে পড়া স্বপ্নাদানা তা আজ কোথায় কুড়োবো? 

একটু পরেই তো আমি নিঃসঙ্গতার সঙ্গে শোবো 

নিঃসঙ্গতার পাঁজর-গ্রীবা ও রস না থাকা ঠোঁটে 

যেভাবে কবিতা লেখা হয়, সেভাবেই তরমুজ ফোটে! 

যেভাবে প্রেমিক হত্যা হলে সে খবর কোনো এক গানে 

যদি-বা আমরা পাই, তার কী অর্থ এমন, কী থাকে মানে?

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ক্ষতিগ্রস্ত শ্রীনগর বাজার পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

আগুনে পুড়ে যাওয়া মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার পরিদর্শন করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৬ মে) দুপুরে তিনি সেখানে যান। এ সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান। তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার (১৬ মে) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরো পড়ুন: শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

আরো পড়ুন:

শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

সংকটে নেতৃত্ব দিয়েছি, ধারাবাহিকতা অব্যাহত থাকবে: মনিরুজ্জামান

আদিলুর রহমান খান বলেন, “এটি একটি প্রাচীন বাজার। পুরনো হওয়ার কারণে বাজারের রাস্তাঘাট খুবই সরু এবং অপ্রতুল। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী বাজারের রাস্তা প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “অগ্নিকাণ্ড যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার। দ্রুতই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।” 

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ