Prothomalo:
2025-07-01@08:58:25 GMT

গ্রীষ্মালাপ

Published: 16th, May 2025 GMT

নিজেকে বুঝতে চাচ্ছি, কোন দিকে ঝুঁকে আছো হে? 

নিজেকে খুঁজতে চাচ্ছি,  কোন দিকে ঘুরে বাঁচো হে? 

কবিতারা গ্রীষ্মেও কেন কুয়াশা মেখে থাকে? 

ভালোবাসা দূর থেকে প্রায়শই নাম ধরে ডাকে...  

পিপাসা রসালো হয়, যথা প্রশ্ন ওঠে 

তরমুজ কেন বালির ওপরে ফোটে? 

ক্যালেন্ডারও পুরোনো হয়, দেয়াল যায় ক্ষয়ে 

আমাকে বেঁচে থাকতেই হয় সিসিফাস হয়ে 

আমাকে সব দেখতেও হয়, দেখতে চাই না যা 

কত বললাম, ও ঘন মেঘ মন থেকে তুই যা যা 

মন শোনেনি কথা আমার, মেঘ শোনেনি কথা 

আর্তলাপে সঙ্গ দিতেই আসে নিঃসঙ্গতা 

ছিটকে পড়া স্বপ্নাদানা তা আজ কোথায় কুড়োবো? 

একটু পরেই তো আমি নিঃসঙ্গতার সঙ্গে শোবো 

নিঃসঙ্গতার পাঁজর-গ্রীবা ও রস না থাকা ঠোঁটে 

যেভাবে কবিতা লেখা হয়, সেভাবেই তরমুজ ফোটে! 

যেভাবে প্রেমিক হত্যা হলে সে খবর কোনো এক গানে 

যদি-বা আমরা পাই, তার কী অর্থ এমন, কী থাকে মানে?

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের সামনে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, “সংকট কাটিয়ে পূর্ণ মনোবল নিয়ে পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ। পুলিশ জনগণের পাশে থেকেই কাজ করতে চায়।”

অন্য বক্তারা বলেন, আগামীতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে এই বাহিনীকে। পুলিশ জন্য কখনোই জনগণের প্রতিপক্ষ না হয় সেটি মনে রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম প্রমুখ।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ