দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে আগামীকাল শনিবার। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।

নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি হোটেলে নির্বাচনে অংশ নেওয়া ‘টিম ইউনাইটেড’ প্যানেল পরিচিতি সভার আয়োজন করে। অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ও প্যানেল প্রধান আমিনুল হাকিম বলেন, ‘আজ এক সঙ্গে একই ছাদের নিচে প্রায় দুই শতাধিক সদস্য একত্র হয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে আমরা কেউই আইএসপিএবিতে প্রশাসক নিয়োগের পক্ষে নই। আমাদের সংগঠন আমরা আমাদের সদস্যদের নিয়েই চালাব।’

অনুষ্ঠানে আইসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘অনুষ্ঠানে আইসপিএবির বর্তমান ও সাবেক চারজন সভাপতি উপস্থিত রয়েছেন। আমাদের সবার উপস্থিতি প্রমাণ করে আমরা আইসপিএবিতে প্রশাসক চাই না। প্রশাসক চাই না বলেই নির্বাচন ১০ মাস এগিয়ে নিয়ে এসেছি।’

নির্বাচন যথাসময়ে না হওয়ার কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে চাইলে আমিনুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘একটা মহল চাচ্ছে আইসপিএবিতে প্রশাসক নিয়োগ দেওয়া হোক, কিন্তু আমাদের সদস্যরা সেটা চায় না। আর তাই নির্বাচন যথাসময়ে হবে বলে আমরা আশা করছি। তবে একটি মহল এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে।’

অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি এসএম ইকবাল ও সাবেক সভাপতি আবদুস সালাম বক্তব্য দেন।

আরও পড়ুনই-ক্যাব নির্বাচন স্থগিত, বিরক্ত সংগঠনের সদস্য ও প্রার্থীরা১৪ মে ২০২৫

নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ৯টি পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন মো.

আজহারুল হক চৌধুরী, মো. ইরফান উদ্দিন, মোহাম্মদ আমিনুল হাকিম, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলাম, মাহবুব আলম, সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম, মো. মিঠু হাওলাদার, নাজমুল করিম ভূঁইয়া, মো. রেজাউল ইসলাম, মো. নেয়ামুল হক খান, রাশেদুর রহমান এবং মইন উদ্দিন আহমেদ। সহযোগী সদস্য শ্রেণিতে চারটি পদের বিপরীতে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন তারিক হাসান, মোহাম্মদ আলমগীর হোসেন, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, মো. জুবায়ের ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মো. ইস্তাম্বুল হক, এ এম সাইফুল ইসলাম সেলিম, মো. নাছির উদ্দীন, রাইসুল ইসলাম ও আনোয়ার আহমেদ। অর্থাৎ মোট ২৪ জন প্রার্থী হতে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হবে।

নির্বাচনে পাঁচ সদস্যের অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবির সাবেক সহসভাপতি মো. আজহারুল হক চৌধুরী। প্যানেলের সদস্যরা হলেন, মো. আজহারুল হক চৌধুরী, মো. ইরফান উদ্দিন, মো. শরিফুল ইসলাম, সাব্বির আহমেদ ও মো. রেজাউল ইসলাম।

মো. আজহারুল হক চৌধুরী আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। দিন শেষে তথ‍্যপ্রযুক্তি খাতের সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। আর তাই নির্বাচনে যেন কোনো ধরনের হট্টগোল না হয়, সে বিষয়ে নির্বাচন বোর্ডকে খেয়াল রাখতে বলেছি। আমাদের প্যানেলের সদস্যরা বিজয়ী হবে বলে আমি আশাবাদী।’

আরও পড়ুনঅভিভাবকশূন্য বেসিস০৬ মে ২০২৫

আইএসপিএবির সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা যথাক্রমে ২৬৩ ও ৫৯৯। আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। সদস্য হিসেবে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে  হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন লে. কর্নেল আহম্মদ (অব.) দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নিহার হোসেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য শ র ণ ম হ ম মদ আম দ র স অন ষ ঠ ন ল ইসল ম র সদস য আহম দ করছ ন

এছাড়াও পড়ুন:

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ছবি তোলার ক্ষেত্রেও হয়ে উঠেছে অন্যতম প্রধান যন্ত্র। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসহ উন্নত সেন্সর ও ম্যানুয়াল নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত থাকায় সহজেই ডিএসএলআর ক্যামেরার মতো ভালো মানের ছবি তোলা যায়। স্মার্টফোনে ভালো ছবি তুলতে এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি ক্যামেরার সক্ষমতা বাড়ানোর কৌশলগুলো দেখে নেওয়া যাক।

প্রো মোড ব্যবহার  

স্মার্টফোনে থাকা ‘প্রো’ বা ‘ম্যানুয়াল’ মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। আর তাই ছবি তোলার আগে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করতে হবে।

পোর্ট্রেট মোড ব্যবহার

ডিএসএলআর ক্যামেরার বোকেহ ইফেক্টের কথা অনেকেই জানেন। বোকেহ ইফেক্টে বিষয়বস্তু স্পষ্ট থাকলেও পটভূমি ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করেও এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় ও পটভূমি শনাক্ত করে এবং প্রয়োজনীয় গভীরতা তৈরি করে, ফলে ছবির বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুনস্মার্টফোনের তথ্য নিরাপদ রাখতে এই পাঁচ পদ্ধতি ব্যবহার করছেন তো১০ মে ২০২৫সিন ডিটেকশন সুবিধা ব্যবহার

স্মার্টফোনের ক্যামেরায় যুক্ত ‘সিন ডিটেকশন’ বা দৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি ছবির ধরন নিজে থেকেই বুঝে নেয়। খাবার, প্রকৃতি, প্রাণী, সূর্যাস্ত কিংবা রাতের দৃশ্য যেটাই হোক না কেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ছবির রং, উজ্জ্বলতা ও কনট্রাস্ট অনুযায়ী তাৎক্ষণিকভাবে সামঞ্জস্য আনে। এতে আলাদাভাবে ক্যামেরা সেটিংস নিয়ে ভাবতে হয় না। আর তাই ছবি তোলার সময় অবশ্যই সিন ডিটেকশন সুবিধা ব্যবহার করতে হবে।

সঠিক আলোর ব্যবহার

ছবি তোলার ক্ষেত্রে আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। দিনের শুরুতে বা সূর্যাস্তের ঠিক আগে যখন আলো থাকে নরম ও উষ্ণ, তখন ভালো ছবি তোলা যায়। আর তাই যতটা সম্ভব প্রাকৃতিক আলোতে ছবি তোলার চেষ্টা করতে হবে। কারণ, বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির স্বাভাবিক রং বিকৃত হতে পারে এবং ত্বকের টোন কৃত্রিম লাগতে পারে।

আরও পড়ুনস্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল২০ এপ্রিল ২০২৫ফোকাস ও পরিষ্কার লেন্স

ছবির গুণগত মান নির্ভর করে ফোকাসের ওপর। স্মার্টফোনে স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয়, ক্যামেরা সেখানেই ফোকাস করে। তাই সঠিক জায়গায় ট্যাপ করে ফোকাস ঠিক করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনেক সময় লেন্সে আঙুলের ছাপ, ধুলা কিংবা তেলতেলে আবরণ পড়ে থাকে, যার ফলে ছবি ঝাপসা হয়। এ জন্য ছবি তোলার আগে ক্যামেরার লেন্স একটি মসৃণ কাপড় দিয়ে মুছে নিতে হবে।

সূত্র: টেকলুসিভ

সম্পর্কিত নিবন্ধ