শাহবাগ থানা ঘেরাও সহপাঠী শিক্ষার্থীদের
Published: 16th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি করেছেন সহপাঠী এবং শিক্ষার্থীরা। এদিকে সাম্যের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করে ছাত্রদল।
গতকাল শুক্রবার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তারা ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’-এর ব্যানারে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে, এরপর সেখান থেকে শাহবাগ থানা ঘেরাও করেন।
এ সময় সাম্য হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার, নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়া হয়। থানার ফটকে পুলিশ সদস্যরা আগে থেকে অবস্থান নেন। শিক্ষার্থীরা তাদের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, অসীম দাস, সিরাজুল ইসলাম ও চার ছাত্র প্রতিনিধি পুলিশের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী জানান, নির্দলীয় ব্যানারে তারা আন্দোলন করছেন। কারণ সাম্যের লাশ নিয়ে রাজনৈতিক টালবাহানা চলছে। তাদের মূল দাবি বিভিন্নজনের পদত্যাগ। কিন্তু যারা থানাও ঘেরাওয়ে এসেছেন, তাদের প্রধান দাবি সাম্য হত্যার বিচার।
তিনি বলেন, সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁকে ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা কারও ওপর হামলা, কাউকে পদত্যাগের দাবি জানাতে আসিনি। আমরা প্রধান আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি নিয়ে এসেছি।
সাম্যের সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, সাম্য হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তারের কোনো প্রচেষ্টা দেখছি না। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও হোতা নয়। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, তার জবাবদিহি করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে অহিংস আন্দোলন অন্য রূপ নেবে।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করেছে। ঘটনার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাম্যের সঙ্গে থাকা সহপাঠীরা বলেছেন, হামলাকারী ১০-১২ জন ছিল। হত্যাকাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মসূচি পালন করছে ছাত্রদল। তাদের দাবি, উপাচার্য-প্রক্টর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাদের পদত্যাগ করতে হবে।
এরই ধারাবাহিকতায় গতকাল সাম্যের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজের পর দোয়া অনুষ্ঠানে সাম্যের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যেসব শিক্ষার্থী নিরাপদ শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখে, তারা সাম্যের শোকে বিমূঢ়। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে গ্রেপ্তার করেছে। আমরা এখনও জানি না, হত্যাকাণ্ডের আড়ালে কে রয়েছে। তাদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য গ র প ত র কর স ম য হত য হত য ক ণ ড ছ ত রদল সহপ ঠ
এছাড়াও পড়ুন:
পিন্ডিতে সাকিব ‘শো’র অপেক্ষা
ভারতের বিপক্ষে সিরিজের পর সাকিব আল হাসান সেভাবে বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় মূলত শ্রীলঙ্কায় টি১০ আর আবুধাবি টি২০ লিগে খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। ২০ মার্চ বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ার খবর স্বস্তি বয়ে আনলেও ক্রিকেট মাঠে নামা হয়নি তাঁর। যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনুশীলনও করতে পারছিলেন না। এ কারণে আমিরাতে বাংলা টাইগার্সের ভেন্যু আজমানে এসে ৮ থেকে ১০ দিন অনুশীলন করেন।
নিউইয়র্কে বসেই পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পাওয়ার খবর পান। তাঁর ভারতীয় এজেন্ট রুদ্র দীপের চেষ্টায় সুযোগটা মিলেছে। ভারত-পাকিস্তান সামরিক লড়াইয়ের কারণে অনেক বিদেশি পিএসএলে ফিরতে রাজি হননি। এই সুযোগে সাকিবের ভাগ্যের শিকে ছেঁড়ে।
পাঁচ মাস পর আবার প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলার সুযোগ পেলেন সব্যসাচী ক্রিকেটার। পিএসএল আজ থেকে মাঠে গড়ালেও সাকিবের দলের ম্যাচ কাল পেশোয়ার জালমির সঙ্গে।