ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিও বিনা মূল্যে দেখা গেলেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হন দর্শকেরা। বর্তমানে ভিডিওর শুরুতে বা মধ্যখানে বিজ্ঞাপন দেখা গেলেও এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাটকীয় বা আবেগঘন মুহূর্তে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়ে ইউটিউব।

ইউটিউব জানিয়েছে, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’র মাধ্যমে ভিডিওর সবচেয়ে অর্থবহ বা সেরা মুহূর্ত চিহ্নিত করে বিজ্ঞাপন দেখানো হবে। এর ফলে বিজ্ঞাপনদাতারা সর্বোচ্চ লাভবান হওয়ার পাশাপাশি ভিডিও নির্মাতারাও বাড়তি আয় করতে পারবেন। ব্যবহারকারীদের দেখার অভ্যাস ও দর্শকদের তথ্য বিশ্লেষণ করে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করবে জেমিনি৷ যেসব দৃশ্য দর্শকের কাছে সবচেয়ে আবেগপ্রবণ, নাটকীয় বা আকর্ষণীয় বলে বিবেচিত হবে সেগুলো শনাক্ত করে বিজ্ঞাপন দেখানো হবে।

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব বিজ্ঞাপনভিত্তিক আয়ের দিকেও অনেকটা এগিয়ে। স্মার্ট টেলিভিশনে দেখা সময়ের পরিসংখ্যান অনুযায়ী, ইউটিউব অনেক আগেই নেটফ্লিক্স, হুলু ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পেছনে ফেলেছে। সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও ইউটিউব লাইভের দর্শকসংখ্যা টিকটক ও টুইচের চেয়ে বেশি।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ড ওর সবচ য়

এছাড়াও পড়ুন:

ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ডাকছে এই ব্রাজিলিয়ানকে

১৯৯৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার ঘানাকে হারিয়ে ছোটদের এই বিশ্বকাপ প্রথম জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার রামোসের সেই দলে ছিলেন রোনালদিনিও, জিওভান্নি, ফাবিও সান্তোস, ফাবিও পিন্তোরা। শুধু রোনালদিনিও-ই এই দল থেকে পরে বড় মাপের তারকা হয়েছেন। অন্যরা সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি—কথাটি ঠিক আবার ভুলও!

আরও পড়ুনইন্টারের বিদায়ের পর মার্তিনেজের কড়া বার্তা, লড়তে না চাইলে চলে যাও১৯ ঘণ্টা আগে

ব্রাজিলের সেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী দলের একজন এখনো খেলে যাচ্ছেন। বয়স তাঁকে ৪৪ বছরে নিয়ে এসে দাঁড় করালেও গ্লাভসজোড়া তুলে রাখার যেন কোনো ইচ্ছাই তাঁর নেই। বরং তারকা না হয়েও এ বয়সে তাঁর ম্যাচ খেলার পরিসংখ্যান দেখলে কুঁড়ি-পঁচিশের ফুটবলাররাও চমকে যেতে পারেন। ২০২২ সাল থেকে ফ্লুমিনেন্সের হয়ে এ পর্যন্ত ২২২ ম্যাচ তিনি খেলেছেন! আগের তিনটি মৌসুমের একেকটিতে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এ মৌসুমে সংখ্যাটা একটু কমে এখন পর্যন্ত ৩৫।

নাম তাঁর ফাবিও দেভিসন লোপেজ মাসিয়েল। ব্রাজিলিয়ান লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে চোখ রাখলে শুধু ‘ফাবিও’ নামে তাঁকে চিনতে পারেন। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ফাবিও। যদিও ফ্লুমিনেন্স–সমর্থকেরা তাঁর এ পরিচয়ে আপত্তি তুলতে পারেন। ফাবিও ব্রাজিলিয়ান ক্লাবটির গোলকিপার, সেটাও যেনতেন গোলকিপার নন; এই তো মাত্র পাঁচ দিন আগে গ্রুপ পর্বে পাচুকার বিপক্ষে ২-০ গোলের জয়ে দারুণ এক রেকর্ড গড়েন ফাবিও। ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে পেছনে ফেলে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে (৫০৭) ক্লিনশিট রাখার রেকর্ড গড়েন।

৪৪ বছর বয়সেও পোস্টের নিচের নিয়মিত দেখা যায় ফাবিওকে

সম্পর্কিত নিবন্ধ