ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিও বিনা মূল্যে দেখা গেলেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য হন দর্শকেরা। বর্তমানে ভিডিওর শুরুতে বা মধ্যখানে বিজ্ঞাপন দেখা গেলেও এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাটকীয় বা আবেগঘন মুহূর্তে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়ে ইউটিউব।

ইউটিউব জানিয়েছে, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’র মাধ্যমে ভিডিওর সবচেয়ে অর্থবহ বা সেরা মুহূর্ত চিহ্নিত করে বিজ্ঞাপন দেখানো হবে। এর ফলে বিজ্ঞাপনদাতারা সর্বোচ্চ লাভবান হওয়ার পাশাপাশি ভিডিও নির্মাতারাও বাড়তি আয় করতে পারবেন। ব্যবহারকারীদের দেখার অভ্যাস ও দর্শকদের তথ্য বিশ্লেষণ করে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করবে জেমিনি৷ যেসব দৃশ্য দর্শকের কাছে সবচেয়ে আবেগপ্রবণ, নাটকীয় বা আকর্ষণীয় বলে বিবেচিত হবে সেগুলো শনাক্ত করে বিজ্ঞাপন দেখানো হবে।

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব বিজ্ঞাপনভিত্তিক আয়ের দিকেও অনেকটা এগিয়ে। স্মার্ট টেলিভিশনে দেখা সময়ের পরিসংখ্যান অনুযায়ী, ইউটিউব অনেক আগেই নেটফ্লিক্স, হুলু ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পেছনে ফেলেছে। সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও ইউটিউব লাইভের দর্শকসংখ্যা টিকটক ও টুইচের চেয়ে বেশি।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ড ওর সবচ য়

এছাড়াও পড়ুন:

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক

এ মাসেই বাংলাদেশের আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক। এই মৌসুমেই প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন ২০০১ সালে কলম্বোয় বিশ্ব কাঁপিয়ে টেস্ট অভিষিক্ত হওয়া এই ব্যাটসম্যান।

আশরাফুল যুক্ত হলেও আগের কোচিং স্টাফের সদস্যরা দলের সঙ্গেই থাকছেন। এত দিন বাংলাদেশ দলে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছিলেন না। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।


বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, ভেন্যু সিলেট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ