শেষ বিকেলে পথ হারিয়ে হেরে গেল নুরুল হাসানের বাংলাদেশ ‘এ’
Published: 17th, May 2025 GMT
ম্যান্ডেটরি এক ঘণ্টার খেলা শুরু হয়ে গিয়েছিল। সেই ঘণ্টায় খেলা হওয়ার কথা ছিল ১৫ ওভার। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের ৬১তম ওভার থেকে তা গণনার শুরু।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোর তখন ১৭০/৬। সেখান থেকেই ৬৬তম ওভারে বাংলাদেশ ‘এ’ অলআউট ১৭৫ রানে। নুরুল হাসানের দল আর ৯ ওভার টিকে গেলেই ড্র হয়ে যেত পারত ম্যাচটি।
নিউজিল্যান্ড ‘এ’ শেষ দিনটা শুরু করেছিল ৫ উইকেটে ২১৬ রান নিয়ে। আরও ৪১ রান যোগ হয়ে দলটির দ্বিতীয় ইনিংস যখন শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের সামনে ২৪৬ রানের লক্ষ্য।
আগের দিনই সেঞ্চুরি পেয়ে যাওয়া কিউই ব্যাটসম্যান নিক কেলি আজ ২০৭ বলে ১২২ রান করে বোল্ড হন নাঈম হাসানের বলে। গতকাল ৩ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আজ নেন আরও দুটি, নাঈম পান ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া আদিত্য অশোকই হয়েছেন ম্যাচসেরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে