প্লে অফে টিকে থাকার লড়াইয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সেরও একই চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে বল হাতে নিয়েই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ফিরিয়েছেন মুম্বাইয়ের মারকুটে ব্যাটার রোহিত শর্মাকে। 

মুস্তাফিজের দল দিল্লি টস জিতে বোলিং নেয়। ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজ। নিজের করা দ্বিতীয় বলেই ৫ বলে ৫ রান করা রোহিত শর্মাকে ক্যাচে পরিণত করেন। প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তিনি।

পরের ওভারে বোলিং এসে অবশ্য মুস্তাফিচ ১২ রান খরচা করেন। তবে ওই ওভারেও তার কাটারের জাদুতে দু’বার উইকেট নেওয়ার সুযোগ তৈরি করেন তিনি।  

মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ হারলেই আসর থেকে বিদায় লেখা হয়ে যাবে দিল্লির। জিতলে টিকে থাকবে প্লে অফের আশা। 

টুর্নামেন্টে দিল্লি ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট তুলেছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বাইয়ের। দিল্লির বিপক্ষে মুম্বাই জিতলে ১৬ পয়েন্ট হয়ে যাবে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি জিতলেও বিদায় নিতে হবে। 

অন্যদিকে দিল্লি জয় পেলে মুম্বাইকে হটিয়ে চারে উঠে যাবেন মুস্তাফিজরা। তবে মুম্বাইয়ের বিপক্ষে জিতলে প্লে অফ নিশ্চিত নয় দিল্লির। শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষেও জিততে হবে। অথবা শেষ ম্যাচেও মুম্বাইয়ের হার প্রার্থনা করতে হবে। চলতি আসরে এরই মধ্যে গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব প্লে অফ নিশ্চিত করেছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ল ল ক য প ট লস ম স ত ফ জ র রহম ন

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ