বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনলাইনে (eSIF পূরণের মাধ্যমে) রেজিস্ট্রেশনের বিলম্বসহ ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ ও তথ্য এন্ট্রির সময় ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে রেজিস্ট্রার এ কার্যক্রমের সময় বাড়ানোর আদেশ জারি করেছেন।

রেজিস্ট্রেশনের তথ্য

১.

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ): ২৯ মে ২০২৫ পর্যন্ত।
[ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে]

২. তথ্য (eSIF) এন্ট্রির শেষ তারিখ: আগামী ১ জুন ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১৯ মে ২০২৫

দরকারি তথ্য

১. এখানে শুধু বিলম্ব দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

২. শুধু রেজিস্ট্রেশন ফি প্রদান ও এন্ট্রি–সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের EIIN–ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩–০৬৮৯০৯ মুঠোফোনে যোগাযোগ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।

আরও পড়ুনকানাডায় ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ, আর্থিক সুবিধা মিলবে ৪ বছর২১ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এন ট র

এছাড়াও পড়ুন:

জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা 

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চাইতে বেশি জিপিএ-৫ পেয়েছে মেয়েরা। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর সকল বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র রয়েছে। যদিও গত বছর আরও বেশি সংখ্যক, এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। 

শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ছাত্ররা জিপিএ-৫ বেশি পেয়েছে। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৭ জন, ছাত্রী ৪ হাজার ১৭৯ জন।   

এসএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৮ হাজার ২৩৮ জন, ছাত্রী ৬৬ হাজার ৭৮০ জন।   

এসএসসি ভোকেশনাল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ২৯১ জন, ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।   

দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশিত হয়েছে। এবারও ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্টকোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এ জন্য আবেদন নেওয়া হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।

সম্পর্কিত নিবন্ধ

  • থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’
  • বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন
  • থিম্পুতে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প’
  • জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা 
  • আজ টিভিতে যা দেখবেন (১০ জুলাই ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৯ জুলাই ২০২৫)
  • প্রধান উপদেষ্টাকে ৩ কোম্পানির চিঠি, ৮০% মালিকানা বিদেশি বিনিয়োগে আস্থা কমাবে
  • সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (৮ জুলাই ২০২৫)
  • ২০২৫ সালের প্রথম ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক