দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩০৮ রান তুলেছিল। জবাবে ৩ উইকেটে ১৪৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভালো অবস্থানেই ছিল প্রোটিয়ারা। তৃতীয় দিন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানে অলআউট হয় তারা। 

শেষ বিকেলে ৬৫ রানের লিডের স্বস্তি পায় বাংলাদেশ। যদিও তৃতীয় দিন শেষে ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে ৭০ রানের লিডে ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দলের নিয়ন্ত্রণেই আছে। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ইনিংসে অধিনায়ক শাহাদাত হোসেন ৪৪ রানের ইনিংস খেলেন। 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে ওপেনার মোহাম্মদ মানাক ৩৫ ও এনতান্দো জুমা ২৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা অধিনায়ক জর্জ ফন হেরডেন ৬৩ রান করেন। এছাড়া মিডলের রিচার্ড সেলেটসোয়ানে ও লোয়ারের আন্দালি মোকগাকানে ৪৩ করে রান যোগ করেন। 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধসিয়ে দেওয়া রাকিবুল ৩১.

৪ ওভার হাত ঘুরান। ৬৪ রান দিয়ে তিনি ওই ৭ উইকেট নেন। এছাড়া পেসার রিপন মন্ডল নেন ২ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে তিয়ান ফন ভুরেন ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট পেয়েছেন।    

উৎস: Samakal

কীওয়ার্ড: প রথম ইন উইক ট

এছাড়াও পড়ুন:

ভারতে অবৈধভাবে বাসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। জয়সওয়াল বলেন, এরই মধ্যে দুই হাজার ৩৬৯ বাংলাদেশি নাগরিকের তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। অনেকের নামে মামলা ছিল, অনেকে সংশোধনাগারে সাজা খাটেন, এখন তা শেষ হয়েছে। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে, এখনও নিষ্পত্তি হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে নেবেন।

কক্সবাজারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মহড়া নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হলে আমরা তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি ও পর্যালোচনা করি। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।

পেহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক। এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ বিষয়ে রণধীর বলেন, যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয় পরস্পরের সমস্যাগুলি উপলব্ধি করার মাধ্যমে। ভারত তুরস্কের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত। 

ভারত আশা করে, পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার অনুরোধ করবে তুরস্ক। একইসঙ্গে কয়েক দশক ধরে চলা সন্ত্রাসী বাস্তুতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য জোরালোভাবে বলবে।

পাকিস্তানে আরেক ‘বন্ধু’ চীন নিয়েও মুখ খুলেন মুখপাত্র। তিনি জানান, সীমান্ত-সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ মে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে দোভাল স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যে আন্তঃসীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত।

সম্পর্কিত নিবন্ধ