সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের যেসব কর্মচারী প্রথমবার হজ পালন করবেন, তাঁরা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন। এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

হজ মৌসুমের আগে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ছুটি একজন কর্মচারীর চাকরির মেয়াদে মাত্র একবার পাওয়া যাবে। তবে এই সুবিধা পেতে হলে কর্মচারীকে একই নিয়োগকর্তার অধীনে টানা দুই বছর কাজ করতে হবে এবং এই শর্ত থাকবে যে তিনি আগে কখনো হজ করেননি।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইন অনুযায়ী, কর্মচারীদের তাঁদের চাকরির মেয়াদে একবার হজ পালনের জন্য বেতনসহ ছুটি নেওয়ার অধিকার রয়েছে। তবে নিয়োগকর্তারা তাঁদের প্রতিষ্ঠানের কার্যক্রমের চাহিদার ভিত্তিতে প্রতিবছর কতজন কর্মচারীকে এই ছুটি দেওয়া হবে, তা নির্ধারণ করতে পারেন।

মন্ত্রণালয় আরও জানায়, এই নীতি কর্মক্ষেত্রের চাহিদা এবং শ্রম চুক্তির আওতায় কর্মচারীদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রণীত হয়েছে।

এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৪ জুন থেকে ৯ জুন, ২০২৫ পর্যন্ত, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ইতিমধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে হজযাত্রীরা মক্কায় এই বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।

 সূত্র: সৌদি গেজেট

আরও পড়ুনমদিনার হজ কার্যালয় যেন 'বাংলাদেশ'২২ জুন ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মব ভায়োলেন্স, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে 

মব ভায়োলেন্সসহ মানুষে মানু‌ষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তি‌নি বলেন, “দেশের এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য ১৯৭১ এর দেশের স্বাধীনতা সংগ্রাম ও ২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন দেয়নি এদেশের সূর্যসন্তানরা। মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।”

পুরান ঢাকায় সোহাগ হত‌্যাকা‌ণ্ডের প্রতি‌ক্রিয়ায় শ‌নিবার (১২ জুলাই) এক বিবৃ‌তি‌তে তি‌নি এসব কথা ব‌লেন।

‘মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা ও দেশব্যাপী চরম নৈরাজ্যকর পরিস্থিতি চল‌ছে’ জা‌নি‌য়ে এসব ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সোহাগ হত্যায় গভীর শোক প্রকাশ করে গোলাম মোহাম্মদ কাদের নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।একইসাথে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রকা‌শিত সংবাদের তথ‌্য তু‌লে ধ‌রে জিএম কা‌দের ব‌লেন, “২৪ সালের আগষ্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১০ মাসে মব ভায়োলেন্সে সারা দেশে হত্যা করা হয়েছে ১৭৪ জনকে। ঢাকা বিভাগে ৮০, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১৬, রংপুর বিভাগে ৭, সিলেট বিভাগে ৫, চট্টগ্রাম বিভাগে ২৯, বরিশাল বিভাগে ১৭ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন নির্মম হত্যার শিকার হয়েছেন। মব ভায়োলেন্সে হত্যার তথ্যে ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে।”

জাতীয় পার্টি চেয়ারম্যান সরকা‌রের কড়া সমা‌লোচনা ক‌রে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া হুঁশিয়ারিতেও কমছে না ভয়ার্ত ও ঘৃণ্য মব ভায়োলেন্স। সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।”

মব ভায়োলেন্স সৃষ্টিকারী সন্ত্রাসীদের আইনের আওয়তায় এনে দেশে নিরাপদ পরিস্থিতি সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ