চট্টগ্রাম নগরের একটি কারখানা থেকে ছয় দিন আগে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়েছে। ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরে এ ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়।

এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি আজ রোববার জানাজানি হয়। গ্রেপ্তার তিনজন হলেন সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানার মালিক। অন্য দুজন পোশাকগুলো তৈরির ফরমাশ এনেছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মারমা (৩৭) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলা করলেও নগর পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি। আজ দুপুরে প্রথমে যোগাযোগ করা হয় বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানের সঙ্গে। তিনি ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলেননি। এরপর বিকেল পাঁচটার দিকে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের মুঠোফোনে কল করা হলে তিনিও ধরেননি।

কারখানাটিতে তৈরি করা পোশাক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ফর ম

এছাড়াও পড়ুন:

বাংলামোটরে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরশেদ আহমেদ সরকার (১৮)। তিনি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে বাংলামোটর মোড় এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে মোটরসাইকেল আরোহী আরশেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই শহিদুল হাসান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত আরশেদের বাড়ি পুরান ঢাকার লালবাগে। বাবার নাম মো. আনোয়ার হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬
  • কেএনএফের ইউনিফর্ম উদ্ধার, গার্মেন্টস মালিকসহ ৩ জন গ্রেপ্তার 
  • চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ইউনিফর্ম, গ্রেপ্তার ৩ 
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ১১ সদস্য ট্রাইব্যুনালে
  • সাবেক এসপি বাবুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা অধিকতর তদন্তের নির্দেশ
  • যশোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
  • তৌফিকা করিমের সাড়ে ৫৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, মামলা অনুমোদন
  • রেস্ট হাউজের পেছনে পড়ে ছিল শ্রমিকের মুখ থেঁতলানো লাশ
  • বাংলামোটরে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত