চট্টগ্রামে ‘কেএনএফের’ ২০ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ৩
Published: 25th, May 2025 GMT
চট্টগ্রাম নগরের একটি কারখানা থেকে ছয় দিন আগে ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়েছে। ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরে এ ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়।
এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি আজ রোববার জানাজানি হয়। গ্রেপ্তার তিনজন হলেন সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম কারখানার মালিক। অন্য দুজন পোশাকগুলো তৈরির ফরমাশ এনেছিলেন।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মারমা (৩৭) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলা করলেও নগর পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হয়নি। আজ দুপুরে প্রথমে যোগাযোগ করা হয় বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানের সঙ্গে। তিনি ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি। পরে মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলেননি। এরপর বিকেল পাঁচটার দিকে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের মুঠোফোনে কল করা হলে তিনিও ধরেননি।
কারখানাটিতে তৈরি করা পোশাক.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ফর ম
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকা ও ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া বিহারী কলোনী ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পশ্চিমপাড়া ধনুহাজী এলাকার শাহাদাত হোসেনের বাড়ি ভাড়াটিয়া জমির উদ্দিনের ছেলে কাজী মেজবাহ (১৯) এবং সুমিলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আতিক (২০)।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, বুধবার (৯ জুলাই) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বজলুর রহমান ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-৩৩ (নাইট) ডিউটিরত অবস্থায় তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিমপাড়া মিজমিজি ধনুহাজী রোড ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাজী মেজবাহের দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১ টার দিকে এসআই মাসুম বিল্লাহ ও এএসআই গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকি আসলাম এর চা দোকানের সামনে থেকে আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনে রাখা সাদা কাগজে মোরানো স্টেপলার পিন দ্বারা আটকানো ২০ পুরিয়া হেরোইনসহ আতিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।