তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১০ দফা দাবিতে ডাকা পেট্রল পাম্পের ধর্মঘট দুই মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। আজ রোববার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত এই পরিষদের যুগ্ম আহ্বায়ক মো.
আমাদের ন্যায্য দাবিগুলো ২ মাসের মধ্যে সুরাহা না হলে আবারও কর্মবিরতিতে যাওয়া হবে বলেও জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।
এদিকে আজ রোববার সারাদেশে পূর্ব ঘোষিত আট ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে সব পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি চলাচল বন্ধ থাকে।
এর আগে ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে জানানো হয়েছিল, ২৪ মের মধ্যে দাবি আদায় না হলে তারা ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করবে। পরিষদের ঘোষণা অনুযায়ী, কর্মবিরতিতে জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু থাকবে। শুধু অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও যেসব পেট্রলপাম্পের সঙ্গে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহের চুক্তি আছে, কেবল তারই পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ করতে পারবে।
১০ দাবি হলো– সওজ অধিদপ্তরের ইজারা ভূমির মাশুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডারসহ আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআইয়ের আগের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধন প্রথা বাতিল।
এ ছাড়া বিভিন্ন স্থানে ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাঙ্কলরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা, গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাঙ্কলরি যত্রতত্র থামানো যাবে না বলে দাবি জানানো হয়েছে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, তেলের ডিপো গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করতে হবে।
এদিকে পেট্রোল পাম্প মালিকদের এ কর্মসূচিতে নৈতিক সমর্থন দেয় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মনোরঞ্জন ভক্ত এবং মহাসচিব ফারহান নূর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি তুলে ধরে এ কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: প ট রলপ ম প ট য ঙ কলর
এছাড়াও পড়ুন:
‘চোখের পলকে ঘরটি নদীতে ভেঙে পড়ল, এক কাপড়ে বের হয়েছি’
‘দুপুর থেকে মুহুরী নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে গ্রামের পাশে নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা, পানি ঢুকে পড়ে ঘরে। চোখের পলকে আমার ঘরটি নদীতে ভেঙে পড়ল। কোনোমতে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়েছি।’
কথাগুলো বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আলী আশরাফ। গতকাল মঙ্গলবার রাতে আশরাফ ও তাঁর ছোট ভাই আলী রাজের ঘর মুহুরী নদীতে ভেঙে পড়ে। বর্তমানে দুজন গ্রামে তাঁদের এক ভাগনের ঘরে আশ্রয় নিয়েছেন। সেখানেই আজ বুধবার সকালে কথা হয় আশরাফের সঙ্গে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় উত্তর শ্রীপুরের মতো ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৭টি স্থানে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ধসে পড়েছে। প্লাবিত হয়েছে অন্তত ৩৫টি গ্রাম। ফেনী সদর, ফুলগাজী ও পরশুরামে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল রাত থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কটিতে ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
আজ সকালে শ্রীপুর গ্রামে কথা হয় বাসিন্দা আরিফুর রহমানের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, তাঁদের গ্রামে মুহুরী নদীর বেড়িবাঁধের অংশটি ২০২২ সাল থেকে ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে গতকাল বাঁধের অন্তত ৪০ ফুট ধসে পড়েছে। এতে দক্ষিণ শ্রীপুর, বাসুরা, করইয়া, নিলক্ষী, গোসাইপুরসহ আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। পাউবোর সূত্রে জানা যায়, মুহুরী নদীর পানি আজ সকাল ৯টায় বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বন্যা মোকাবিলায় ত্রাণ ও দুর্যোগ শাখার সমন্বয়ে জেলা প্রশাসনের একাধিক দল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ২৪ ঘণ্টা বন্যাকবলিত এলাকার সঙ্গে যোগাযোগ রাখতে খোলা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন জানান, এরই মধ্যে ফেনী সদর, পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১১৫টি পরিবারের ৩৪৭ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আজ সকাল পর্যন্ত ১৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া ইসলাম বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত ফুলগাজী উপজেলার ৭টি অংশে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে অন্তত উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী গ্রামের অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর গ্রামের বাড়িঘর। আজ সকালে তোলা