নোয়াখালীতে জুলাই যোদ্ধা শহীদ হাসানের দাফন
Published: 25th, May 2025 GMT
থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসানের জানাজা আজ রোববার সকালে নোয়াখালীর সুবর্ণচরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলার চর জব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজার-সংলগ্ন তরিকউল্যাহ সমাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজায় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক মো.
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন জাতিকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
গত ৪ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ নভেম্বর তাঁকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাঁকে সে দেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসানের মৃত্যু হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬
নরসিংদীর বেলাবোতে মাদক কারবারি ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এসময় তাদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চ বিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার (২৫ মে) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার ঘটনায় ডিবির এসআই আবদুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় মামলা করেছেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও নাম না জানা আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন:
রাজবাড়ীর পদ্মার চরে ১৯ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা মামলায় স্ত্রীসহ জাকির কারাগারে
আহতরা হলেন- এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, কনস্টেবল শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। তারা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আসামিরা হলেন- পারভেজ (২৬), সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), হাবিবুর (৩৮) ও ইব্রাহিম খলিল (৪৩)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, “ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলা হয়। এতে ছয় পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, অভিযান চলছে।”
ঢাকা/হৃদয়/মাসুদ