রাকসুর তফসিল ঘোষণাসহ ৯ দাবিতে সংবাদ সম্মেলন
Published: 25th, May 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সার্বজনীন অধিকারের প্রধান নয়টি দাবি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’ এ সংবাদ সম্মেলন করে।
তারা নয় দফা দাবিগুলো হলো- পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত, সব সময় নিরাপত্তা ব্যবস্থা চালু, ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার বাস্তবায়ন, প্রশাসনিক ডিজিটালাইজেশন ও ক্যাশলেস ক্যাম্পাস, হল ডাইনিংয়ে মানসম্মত খাবার, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করতে হবে।
আরো পড়ুন:
এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে: শরিফ ওসমান
চবিতে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবি
সম্মেলনের লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতাভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে নয় দফা যৌক্তিক ও সময়োপযোগী দাবি উত্থাপন করছি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানা অব্যবস্থাপনা, অবহেলা ও সংকটে জর্জরিত। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নয় দফা দাবি বাস্তবায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, কার্যকর ও মানবিক শিক্ষা-পরিবেশ।
তারা আরো বলেন, জুলাই বিপ্লবের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই আমরা এবার ২৫ মে থেকে আগামী ২০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যেসব দাবি বাস্তবায়নযোগ্য, তা বাস্তবায়ন করতে হবে এবং যেগুলোর জন্য সময় প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না করলে আমরা ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিভাগভিত্তিক জনসংযোগ, লিফলেট বিতরণ ও দেয়ালিকা লিখনসহ সচেতনতামূলক কর্মসূচিতে যাব। আগামী ২৯ জুন থেকে শুরু হবে ‘মার্চ ফর আওয়ার’ কর্মসূচি, যা চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এই সময় ক্লাস-পরীক্ষা বর্জনসহ মাঠপর্যায়ের আন্দোলন চলবে।
শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে কেন আসছে না এ প্রশ্নের উত্তরে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “শিক্ষার্থীদের সচেতন করতে না পারা আমাদের ব্যর্থতা। সে লক্ষ্যে আমরা যৌক্তিক নয়টি দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও সপ্তাহব্যাপী জনসংযোগ চালাব। আমরা প্রতিটা বিভাগ ও হলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করব।”
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লস অ্যাঞ্জেলেসে মামুনুর রশীদের `তুম্বা ও প্রতিবেশী'
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে মঞ্চে অভিনয় করছেন তিনি। এর আগে এই অভিনেতা ও নির্মাতা ২২ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে একক অভিনয় নিয়ে হাজির হয়েছিলেন। ওইদিন মঞ্চায়ন হয়েছিল তাঁর অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’।
এবার লস অ্যাঞ্জেলেসে হবে একই নাটকের আরও একটি প্রদর্শনী। আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসের সিনোটোলেজিতে হবে এর মঞ্চায়ন। পাশাপাশি ২৭ জুলাই বাংলাদেশ একাডেমিতে রয়েছে নাট্য কর্মশালা। রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যালিফোর্নিয়ার আয়োজনে এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মামুনুর রশীদ। আয়োজনে সহযোগিতা করেছে লস অ্যাঞ্জেলেস অ্যাকটিং একাডেমি। নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব।
এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরকে নিয়ে নাটকের গল্প। এতে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তাঁর সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। গত ২৪ মার্চ ঈদ উপলক্ষে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির উদ্বোধনী পর্ব মঞ্চস্থ হয়েছিল। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটিতে মামুনুর রশীদের অভিনয় বেশ প্রশংসিত হয়।
গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাঁকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ফুসফুসের দু’পাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাঁকে নিবিড় পরিচর্যায় [আইসিইউ] নেন চিকিৎসকরা। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান তিনি। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেতা ও নাট্যকার।
এদিকে সম্প্রতি চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে মামুনুর রশীদের পরিচালনায় ১০০ পর্বের ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যাই’। নাটকের গল্প সম্পর্কে বলা হয়, এটি শুধু একটি প্রেমের গল্প নয়, দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটকটি। পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে অভিনয়ও করছেন তিনি। এটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।