শিল্পবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পকারখানা গলা টিপে মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি
Published: 25th, May 2025 GMT
বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘শিল্পবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পকারখানা গলা টিপে মেরে ফেলা হচ্ছে। গ্যাস–সংকটে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চলতি মূলধন সংকুচিত হয়েছে। আগামী ঈদে কারখানাগুলো বেতন–ভাতা দিতে পারবে কি না, সেই লক্ষণ দেখা যাচ্ছে না।’
ঢাকার গুলশান ক্লাবে আজ রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতদকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘১৯৭১ সালে খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে।’ এটাকে আমরা ষড়যন্ত্র মনে করি। শিল্প বাঁচাতে না পারলে দেশে দুর্ভিক্ষ হবে বলেও মন্তব্য করেন।
বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, ব্যাংকঋণের সুদের হার বেড়ে গেছে। গ্যাস–সংকটের কারণে ৬০ শতাংশের বেশি উৎপাদন হচ্ছে না কারখানায়। তিন মাস সুদ না দিলেই ঋণখেলাপি করছে ব্যাংক। আবার নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের ধমক দিচ্ছে সরকার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ট এমএ
এছাড়াও পড়ুন:
১১ ব্যবসায়ীকে সম্মাননা দিল বিজিএপিএমইএ
সরঞ্জাম ও মোড়ক পণ্য খাতে অবদান রাখায় ১১ জন ব্যবসায়ী নেতা ও ব্যবসায়ীকে সম্মাননা দিয়েছে তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএ। গত শনিবার রাতে ঢাকার র্যাডিসন হোটেলে এই সম্মাননা দেওয়া হয়।
আজীবন সম্মাননা পেয়েছেন বিজিএপিএমইএর সাবেক চার সভাপতি সফিউল্লাহ চৌধুরী, রাফেজ আলম চৌধুরী, মো. আব্দুল কাদের খান এবং মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। মরণোত্তর সম্মাননা পেয়েছেন সংগঠনের সাবেক প্রথম সহসভাপতি ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ–এর সাবেক সম্পাদক প্রয়াত তসলিম উদ্দিন চৌধুরী। তাঁর পক্ষে সম্মাননা নেন তাঁর মেয়ে তানিতা চৌধুরী।
এ ছাড়া সরঞ্জাম ও মোড়ক পণ্য খাতে বিশেষ অবদান রাখায় সংগঠনের সাবেক সভাপতি ইকবাল হোসেন, ডায়নামিক প্যাকেজিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনির হোসেন, মনট্রিমসের পরিচালক আছাদুর রহমান সিকদার, গুড অ্যান্ড ফাস্ট প্যাকেজিং কোম্পানির এমডি জুয়াং লাইফেং সম্মাননা পেয়েছেন। এ ছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন জেশান ইন্টারন্যাশনাল এজেন্সিজের এমডি সাহাব উদ্দিন খান ও ব্যাংকর পাল্প অ্যান্ড পেপার করপোরেশনের প্রেসিডেন্ট ইশারাত হোসেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান আ হ ম এহসান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার প্রমুখ।
তার আগে বিজিএপিএমইএর ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০২৫ সালের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, মো. মোবারক উল্লাহ মজুমদার, মোজাহারুল হক শহীদ প্রমুখ।
একসঙ্গে তিন বছরের এজিএম অনুষ্ঠানের কারণ হিসেবে বিজিএপিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসক নিয়োগসহ নিয়মবহির্ভূত কিছু কারণে সঠিক সময়ে এজিএম করতে না পারার কারণে পরে হাইকোর্টের অনুমতিক্রমে তিনটি বার্ষিক সাধারণ সভা একসঙ্গে করতে হয়েছে।
বিজিএপিএমইএ জানায়, বিশেষ সাধারণ সভায় সংগঠনের বার্ষিক চাঁদা পুনর্নির্ধারণ, পরিচালনা পরিষদের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৭ জন (যার মধ্যে চট্টগ্রাম বিভাগের জন্য ৬ জন এবং ঢাকাসহ অন্যান্য অঞ্চলের জন্য ২১) নির্ধারণসহ অন্যান্য কিছু সংশোধনীসহ সংঘ স্মারক ও সংঘবিধি সর্বসম্মতভাবে পাস হয়।