একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়ক ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে রোববার বিকেলে এই আদেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত। তবে আইভীর আইনজীবীর দাবি, তাদের শুনানির সময় দেওয়া হয়নি। রিমান্ড মঞ্জুর বৈষম্যমূলক।

আদালত সূত্র জানায়, জেলার সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হন রিকশাচালক মিনারুল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা হয়। এতে সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ডা.

সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দি। তাঁকে রোববার বিকেলে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। আদালত থেকে বেরিয়ে তাঁর আইনজীবী আওলাদ হোসেন বলেন, তাদের আদালতে শুনানির সুযোগ দেওয়া হয়নি। যাকে হত্যার অভিযোগে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হলো– সেই মিনারুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলেও দাবি করেন।

এই আইনজীবী বলেন, মামলার এজাহারে বলা হয়েছে, ২ নম্বর আসামি শামীম ওসমান গুলি করে মিনারুলকে হত্যা করেছে। পুলিশের অভিযোগ অনুযায়ীই এখানে ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযুক্ত নন। এ মামলায় ১২ আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের সবাইকে দুই থেকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের কেউ এই হত্যাকাণ্ডে আইভীর জড়িত থাকার কথা বলেননি। সম্পূর্ণ বৈষম্যমূলকভাবে আইভীর রিমান্ড মঞ্জুর হলো বলেও উল্লেখ করেন তিনি। 

এ ঘটনার প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের নাগরিক অধিকারকর্মী আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, আইভী ১৬ বছর সরকারি দলে থেকেও শামীম ওসমানদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর জিম্মিদশার বিরুদ্ধে লড়াই করেছেন। ত্বকী, ভুলু, মিঠুসহ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছেন। ক্ষমতায় থেকেও যেখানে সরকারের বিরুদ্ধে, একটা অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন; সেখানে তাঁর বিরুদ্ধে এমন ইনটেনশনাল (উদ্দেশ্যমূলক) মামলা হয় কী করে?   

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, গণআন্দোলনের সময় নারায়ণগঞ্জে শামীম ওসমান-আইভীর মতো নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সেই প্রয়োজন থেকেই তাঁকে সাতদিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ হ য় ৎ আইভ র আইনজ ব কর ছ ন আইভ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানই জনগণ চায়
  • খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল
  • ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৫০ কোটি ডলার ঋণ জালিয়াতির অভিযোগ