বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগের বিষয়টি সত্য নয়: ডিএনসিসি প্রশাসক
Published: 27th, May 2025 GMT
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী যুক্ত করা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বক্তব্য প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা তাদের নেই।
সেনাবাহিনীর ওই সংবাদ বিজ্ঞপ্তির পর এ বিষয়ে ডিএনসিসিও তাদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ডিএনসিসি প্রশাসক জানায়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের একটি বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে, যা সত্য নয়। কতিপয় গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। ‘
আসন্ন ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ডিএনসিসি পালন করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিএনসিসি সেনাবাহিনীর এসকল কার্যক্রমে গর্বিত। ডিএনসিসিসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এবং সেনাবাহিনীর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের সহযোগিতা উল্লেখযোগ্য। আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নয়, বরং সেনা বাহিনীর সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ম্যাশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহযোগিতা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিএমটিএফ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশক নিধন কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড এনস স ড এনস স আসন ন
এছাড়াও পড়ুন:
এ প্লাস না পাওয়ার মিষ্টি
আগের পর্বআরও পড়ুনআবহাওয়ার পূর্বাভাস দেখতে গিয়ে...৮ মিনিট আগে