রূপগঞ্জ উপজেলায় তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ রূপগঞ্জ এর উদ্যোগে মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রূপগঞ্জ শাখার উদ্যোগে মুহতামিম সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও মুফতি মাওলানা বদরুল আলম সিলেটি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহা সচিব মাওলানা মাহফুজুল হক, রূপগঞ্জ তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ শাখার উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান,
মাওলানা বেলাল হোসাইন মাদানী,মুফতি আব্দুল কাইয়ুম মাদানী,মুফতি আবু বকর ছিদ্দিক,মাওলানা আবু ইউসুফ,মুফতি ইমদাদুল্লাহ হাশেমী,মুফতি নুরুল হক ডহরী,মাওলানা তানঈম মদিনা,মুফতি জিয়াউর রহমান আমজাদী,মুফতি নুরুল হক রহমানী,মুফতি মফিজুল ইসলাম, মাওলানা তাওহিদুল ইসলাম প্রমূখ।

মুহতামিম সম্মেলনে পাঁচটি দাবি উপস্থাপন করেনঃ ইসলামি শিক্ষা বিস্তারের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে নূরানী শিক্ষা সিলেবাস অন্তর্ভুক্ত করে নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে,ক্বওমী মাদরাসা শিক্ষা সনদের মূল্যায়ন বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে, মুহতামিম সাহেবগণের সহযোগিতায় মসজিদ ভিওিক কুরআনী মকতব চালুর ব্যবস্থা করতে হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, তাবলীগের নামে সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধের ঘোষণা করতে হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ৩ এনসিপি কর্মীকে ছুরিকাঘাত

সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন, জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাদের প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা।

জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিলো। সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় পোস্টারিং করার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাঁধা দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রশক্তির কর্মী তামিমকে মারধর করে এবং তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।’

বুধবার অজ্ঞাত সেই ব্যক্তিদের চিহ্নিত করতে দুপুর ২ টায় মিতালী মার্কেটে আসে তামিম, রিয়াদ ও বায়েজিদ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গেলে ২৫/৩০ জনের একটি দল সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করা হয় তাদের। পরে এনসিপির নেতাকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো একটিভ হাসপাতাল ও পরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।’

এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘তারা রাতে আমার পোস্টার লাগানোর সময় মারধরের শিকার হয়। কারা মারধর করেছে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এরা মিতালী মার্কেটের কর্মচারী ও স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চলে বলে শুনেছি। 

এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবো আমরা। এখানে নির্বাচনী পরিবেশ যে কোন অবস্থায় আছে তা এই ঘটনায় প্রতীয়মান হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’

ঘটনার বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল বারিক। তিনি বলেন, ভুক্তভোগী সহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নিচ্ছি। তথ্য প্রমান পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ