নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্বে সোহান
Published: 4th, May 2025 GMT
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করলেও অধিনায়কত্ব নিয়ে ছিল অনিশ্চয়তা। রোববার (৪ মে) সিলেটে কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেন সোহানের অধিনায়কত্বের বিষয়টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে বাবুল বলেন, 'অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত। নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি, আমরা চাই ভালো ক্রিকেট খেলতে ও নিজেদের উন্নত করতে।'
নামে ‘এ’ দল হলেও বাংলাদেশের এই দলটিকে ছায়া জাতীয় দলও বলা যায়। কারণ এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
সোমবার (৫ মে) সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৭ মে একই ভেন্যুতে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ মে, সিলেট আউটার স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষেই মাঠে গড়াবে দুই ম্যাচের চারদিনের টেস্ট সিরিজ। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৪ মে সিলেটে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরীফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
বাড়িতে থাকা টাকা হাতিয়ে নিতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা: পুলিশ
শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যান তিনজন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
ঢাকা/লিটন/রাজীব