নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্বে সোহান
Published: 4th, May 2025 GMT
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করলেও অধিনায়কত্ব নিয়ে ছিল অনিশ্চয়তা। রোববার (৪ মে) সিলেটে কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেন সোহানের অধিনায়কত্বের বিষয়টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে বাবুল বলেন, 'অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত। নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি, আমরা চাই ভালো ক্রিকেট খেলতে ও নিজেদের উন্নত করতে।'
নামে ‘এ’ দল হলেও বাংলাদেশের এই দলটিকে ছায়া জাতীয় দলও বলা যায়। কারণ এই দলটা বাংলাদেশ জাতীয় দলের মোড়কে অন্য আরেকটা দল। এনামুল হক বিজয়, সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারীসহ প্রায় সবারই আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
সোমবার (৫ মে) সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৭ মে একই ভেন্যুতে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ মে, সিলেট আউটার স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষেই মাঠে গড়াবে দুই ম্যাচের চারদিনের টেস্ট সিরিজ। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৪ মে সিলেটে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরীফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক