বিদেশে পড়াশোনা, চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
Published: 4th, May 2025 GMT
বিদেশে কিছু খাতের খরচ পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে ব্যাংকগুলো। এ খাতগুলোর মধ্যে আছে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আগে ব্যাংকগুলো নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। নতুন প্রজ্ঞাপনে এই সুযোগকে আরও সম্প্রসারিত করে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে দিন দিন প্রয়োজনীয় খরচ পরিশোধ উন্মুক্ত করার দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এত দিন বিদেশে খরচ পাঠাতে নানা জটিলতা ও নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হতো। এতে নানা ভোগান্তিরও অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুমোদিত রেমিট্যান্স প্রেরণের অনুমতি ব্যাংকগুলোকে প্রদান করা হয়েছে। এই কার্ড প্ল্যাটফর্মের মাধ্যমে কতিপয় খাতে রেমিট্যান্স প্রেরণ করা যাবে, যার মধ্যে রয়েছে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি।
খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। এই কার্ড চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো হলে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডলারের বাজার নিয়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এতে বাড়ছে প্রবাসী আয়। পাশাপাশি বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এ জন্য ধীরে ধীরে ডলারের বাজার ও ব্যবহার উন্মুক্ত করার দিকে ঝুঁকছে বাংলাদেশ ব্যাংক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকুন্দিয়ায় নৌকা ডুবি, নিহত ১ নিখোঁজ ২
মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তিন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের পর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। অপর দুজন এখনো নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিহত নবম শ্রেণির ছাত্রী শাপলা (১৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। নিখোঁজ দুই শিক্ষার্থী একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই ময়মনসিংহের পাগলা থানা এলাকার বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে পাকুন্দিয়ার চর আলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল বেলা এগারোটার দিকে শাপলা নামে একজনের মরদেহ উদ্ধার করে। বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ঢাকা/রুমন/এস