ব্যাচেলর পয়েন্ট: ‘কাবিলার’ প্রেমিকা ‘রোকেয়া’ চরিত্র তৈরির গল্প
Published: 9th, May 2025 GMT
কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হওয়ার আড়াই বছর পর নির্মিত হচ্ছে পঞ্চম সিজন।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অধিকাংশ চরিত্র দারুণ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম কাবিলা। আর তার প্রেমিকার নাম রোকেয়া। অদৃশ্য রোকেয়া চরিত্রটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। কিন্তু গত চার সিজনের কোনো পর্বে রোকেয়াকে দেখেনি দর্শকরা। এই রোকেয়া চরিত্র তৈরির পেছনে একটি গল্প রয়েছে। আর তা নিয়ে কথা বলেছেন পরিচালক অমি।
আরো পড়ুন:
ওড়না বা হিজাব পরে খেলার সুযোগই নেই: তাসনুভা তিশা
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জনে কী বললেন শামীম?
রোকেয়া চরিত্র জন্ম নেওয়ার ঘটনা বর্ণনা করে কাজল আরিফিন অমি বলেন, “মানুষ ঠেকে শেখে, আমিও তাই শিখেছি। শুরুতে শুটিংয়ে কেউ কেউ লেটে আসতো। পলাশ (কাবিলা) আমার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, তাই ওকে সবার আগে আসতে হতো। অন্যরা লেটে আসায় বসে না থেকে ভাবলাম, পলাশকে দিয়ে কীভাবে দু’মিনিটের দৃশ্যের শুটিং করা যায়। ভেবে বের করি, কাবিলার একজন প্রেমিকা থাকবে। যে মেয়েটি নোয়াখালী থাকে, ঢাকায় আসবে না; শুধু ফোনে কথা বলবে। তখন কাবিলা-রোকেয়া অংশের শুটিং করতাম। তখন কেউ বুঝিনি রোকেয়া পপুলার হবে। এভাবেই রোকেয়া চরিত্রের জন্ম।”
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনেও কি রোকেয়া অদৃশ্য একটি চরিত্র থেকে যাবে? নাকি পর্দায় দেখা যাবে আলোচিত এই চরিত্রকে? জবাবে অমি বলেন, “রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা ‘সিজন ৫’ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবেন। মানে রোকেয়া হিসেবে কাকে নেয়া যায় আরকি!”
রোকেয়া চরিত্রটি দৃশ্যমান করার বিষয়ে শুরুতে রহস্য তৈরি করেন নির্মিাতা। পরে এটা নিশ্চিত করেছেন যে, রোকেয়াকে পর্দায় দেখা যাবে। এ বিষয়ে অমি বলেন, “এখনো জানি না, রোকেয়াকে পর্দায় কীভাবে দেখাব। তবে অবশ্যই দর্শকদের সামনে রোকেয়াকে আনব।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চর ত র
এছাড়াও পড়ুন:
ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি।
লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা/অনিক/রফিক