ব্যাচেলর পয়েন্ট: ‘কাবিলার’ প্রেমিকা ‘রোকেয়া’ চরিত্র তৈরির গল্প
Published: 9th, May 2025 GMT
কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। ২০২১ সালের ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। এরপর চতুর্থ সিজন নির্মাণের দাবি জানান দর্শকরা। এ সিজন শেষ হওয়ার আড়াই বছর পর নির্মিত হচ্ছে পঞ্চম সিজন।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অধিকাংশ চরিত্র দারুণ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম কাবিলা। আর তার প্রেমিকার নাম রোকেয়া। অদৃশ্য রোকেয়া চরিত্রটি দর্শকমহলে ভীষণ জনপ্রিয়। কিন্তু গত চার সিজনের কোনো পর্বে রোকেয়াকে দেখেনি দর্শকরা। এই রোকেয়া চরিত্র তৈরির পেছনে একটি গল্প রয়েছে। আর তা নিয়ে কথা বলেছেন পরিচালক অমি।
আরো পড়ুন:
ওড়না বা হিজাব পরে খেলার সুযোগই নেই: তাসনুভা তিশা
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জনে কী বললেন শামীম?
রোকেয়া চরিত্র জন্ম নেওয়ার ঘটনা বর্ণনা করে কাজল আরিফিন অমি বলেন, “মানুষ ঠেকে শেখে, আমিও তাই শিখেছি। শুরুতে শুটিংয়ে কেউ কেউ লেটে আসতো। পলাশ (কাবিলা) আমার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, তাই ওকে সবার আগে আসতে হতো। অন্যরা লেটে আসায় বসে না থেকে ভাবলাম, পলাশকে দিয়ে কীভাবে দু’মিনিটের দৃশ্যের শুটিং করা যায়। ভেবে বের করি, কাবিলার একজন প্রেমিকা থাকবে। যে মেয়েটি নোয়াখালী থাকে, ঢাকায় আসবে না; শুধু ফোনে কথা বলবে। তখন কাবিলা-রোকেয়া অংশের শুটিং করতাম। তখন কেউ বুঝিনি রোকেয়া পপুলার হবে। এভাবেই রোকেয়া চরিত্রের জন্ম।”
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনেও কি রোকেয়া অদৃশ্য একটি চরিত্র থেকে যাবে? নাকি পর্দায় দেখা যাবে আলোচিত এই চরিত্রকে? জবাবে অমি বলেন, “রোকেয়াকে দেখা যাবে কিনা সেটা ‘সিজন ৫’ দেখলে বোঝা যাবে। আসলে রোকেয়াকে আমি নিজেও দেখিনি। আগে দেখি, তারপর না হয় দর্শক দেখবেন। মানে রোকেয়া হিসেবে কাকে নেয়া যায় আরকি!”
রোকেয়া চরিত্রটি দৃশ্যমান করার বিষয়ে শুরুতে রহস্য তৈরি করেন নির্মিাতা। পরে এটা নিশ্চিত করেছেন যে, রোকেয়াকে পর্দায় দেখা যাবে। এ বিষয়ে অমি বলেন, “এখনো জানি না, রোকেয়াকে পর্দায় কীভাবে দেখাব। তবে অবশ্যই দর্শকদের সামনে রোকেয়াকে আনব।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চর ত র
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।