স্থগিত হওয়ার দ্বারপ্রান্তে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ
Published: 9th, May 2025 GMT
আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের। যে সফরে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সফরটি এখন বড়সড় অনিশ্চয়তার মুখে। শুধু তাই নয়, সেপ্টেম্বরে নির্ধারিত এশিয়া কাপ-২০২৫ নিয়েও দেখা দিয়েছে একই ধরনের শঙ্কা।
ভারতের শীর্ষস্থানীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং আসন্ন এশিয়া কাপ— দুটোই আপাতত তালিকা থেকে ছেঁটে ফেলতে চাইছে। কারণ, তাদের মূল লক্ষ্য এখন স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো পুনরায় আয়োজন করা। এই লক্ষ্য পূরণে সময় বের করতে গেলে, বাংলাদেশ সফর এবং এশিয়া কাপই বিসর্জনের তালিকায় আগে আসবে বলে জানা গেছে।
ধর্মশালায় সম্প্রতি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে খেলা থামিয়ে দেওয়া, ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া এবং নিরাপত্তা সতর্কতায় ম্যাচ বন্ধ ঘোষণা—এসব ঘটনাই বোর্ডকে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, আইপিএলের বর্তমান মৌসুমের বাকি ১৬টি ম্যাচ কবে এবং কোথায় হবে, তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই।
আরো পড়ুন:
দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড়
আমিরাতে আইপিএল আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার
জুনের শুরুর দিকেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের। তার আগে আইপিএলের স্থগিত অংশ শেষ করতে হলে, বিসিসিআইকে কারও কারও বিপক্ষের সফর ও সিরিজ বলি দিতেই হবে। এক্ষেত্রে তা হতে পারে বাংলাদেশ সফর। এমনকি আইপিএল সম্পন্ন করেও সফর আয়োজনের চেষ্টা হলেও, বিসিসিআই চাইছে নিজেদের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে—ধর্মশালার ঘটনার পর থেকে তাদের অবস্থান আরও কঠোর হয়েছে।
সার্বিক পরিস্থিতি বলছে, আপাতত বাংলাদেশের মাটিতে ভারতের খেলা দেখা ও এশিয়া কাপে রোহিত-কোহলিদের অংশগ্রহণ ভালো রকমের অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ সফর
এছাড়াও পড়ুন:
ডাকটিকিটে মাইকেল মধুসূদন দত্ত
‘নাহি পাই নাম তব বেদে কি পুরাণে,
কিন্তু বঙ্গ–অলঙ্কার তুমি যে তা জানি
পূর্ব্ব–বঙ্গে। শোভ তুমি এ সুন্দর স্থানে
ফুলবৃন্তে ফুল যথা, রাজাসনে রাণী।…’
মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুর কিছুদিন আগে তৎকালীন পূর্ববঙ্গের ঢাকায় এসেছিলেন। স্থানীয় পোগোজ স্কুলে ঢাকাবাসী তাঁকে সংবর্ধনা দেন। কবি তখন ঢাকাবাসীকে এ কবিতাটি পড়ে শোনান। (ক্ষেত্রগুপ্ত সম্পাদিত, মধুসূদন রচনাবলী, কলকাতা, ১৯৭৪, পৃষ্ঠা ১৯৪)।
বাংলা সাহিত্যে যে কয়েকজন কবি স্থায়ী আসন করে নিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁদের একজন। বাংলা কবিতায় তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। ১৮৬১ সালে প্রকাশিত মেঘনাদবধ কাব্য তাঁর একটি কালোত্তীর্ণ রচনা।
মধুসূদন যশোর জেলার সাগরদাঁড়িতে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কবির জন্মদিন ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে বসে ‘মধুমেলা’। এ ছাড়া আরও নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে আজও এ দেশের অগণিত মানুষ স্মরণ করেন। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ও ভারত এই কালজয়ী কবিকে নিয়ে ডাকটিকিটও প্রকাশ করেছে। ডাকটিকিটের পাশাপাশি উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহরে দেখা যায় কবির উপস্থিতি।
বাংলাদেশ থেকে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বের হওয়া ডাকটিকিটের প্রকাশকাল ২৯ জুন ১৯৯৬। কবির ১২৩তম প্রয়াণবর্ষে প্রকাশিত বহুরঙা (নীল ও কালো রঙের আধিক্য) ডাকটিকিটটি জলছাপবিহীন। মূল্যমান চার টাকা ও ছিদ্রক দূরত্ব ১২ দশমিক ৫ মিলিমিটার। এ ডাকটিকিটে কবির প্রতিকৃতির সঙ্গে উঠে এসেছে বাংলা ও ইংরেজি হরফে তাঁর নাম ও জন্ম ও মৃত্যুকাল। ডাকটিকিটের নকশা করেছেন মোজাম্মেল হক। ইংল্যান্ড থেকে প্রকাশিত বিশ্ব ডাকটিকিটের ক্যাটালগ ‘স্ট্যানলি গিবনস’ মধুসূদনের এ ডাকটিকিটকে বাংলাদেশের ৬০২ নম্বর ডাকটিকিট হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে অফসেট লিথোগ্রাফি প্রক্রিয়ায় মুদ্রিত ডাকটিকিটটির কিছু ত্রুটিপূর্ণ মুদ্রণও চোখে পড়ে (নীলের পরিবর্তে হলুদ ও ছিদ্রকবিহীন), যা সংগ্রাহকদের তুমুল আগ্রহের বিষয়। ফিলাটেলির ভাষায় এগুলোকে ‘এরর’ বলে। মধুসূদনকে নিয়ে প্রকাশিত চার টাকা মূল্যমানের এরর ডাকটিকিটগুলো বর্তমান বাজারে পাঁচ–ছয় হাজার টাকায় বিক্রি হয়। বাংলাদেশ থেকে প্রকাশিত ডাকটিকিটের পাশাপাশি উদ্বোধনী খামেও রয়েছে কবির প্রতিকৃতি এবং বিশেষ সিলমোহরে আবারও তুলে ধরা হয়েছে তাঁর নাম ও জন্ম–মৃত্যুকাল।
মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে ভারত সরকার ডাকটিকিট প্রকাশ করে ১৯৭৩ সালে। কবির মৃত্যুর শততম বর্ষে প্রকাশিত সেই ডাকটিকিটে কবির প্রতিকৃতির পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় কবির পরিচয় তুলে ধরা হয়। স্ট্যানলি গিবনস ক্যাটালগ অনুসারে এটি ভারতের ৬৮৮ নম্বর ডাকটিকিট। ২০ পয়সা সমমূল্যের ডাকটিকিটটি মুদ্রিত হয় নাসিক সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। বহুরঙা (সবুজ ও কমলা) ওই ডাকটিকিটে কোনো জলছাপ নেই এবং ডাকটিকিটটির ছিদ্রক দূরত্ব ১৩ মিলিমিটার। মধুসূদনকে নিয়ে ভারতীয় ডাকটিকিটটি মূলত ১৯৭৩ সালের ২১ জুলাই ‘জন্মশতবর্ষ’ শিরোনামে চারজন বরেণ্য ব্যক্তিকে নিয়ে প্রকাশিত সেটের প্রথম ডাকটিকিট। সেই সেটে মধুসূদনের পাশাপাশি অন্য তিনটি ডাকটিকিটে স্থান পেয়েছেন যথাক্রমে ভারতীয় শাস্ত্রীয় সংগীতজ্ঞ বিষ্ণু দিগম্বর পুলষ্কর (১৮৭২–১৯৩১), নরওয়েজিয়ান চিকিৎসক গেরহার্ড হেনরিক আরমাউয়ের হ্যানসেন (১৮৪১-১৯১২), পোলিশ জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস (১৭৭৩–১৮৪৩)। এর মধ্যে হ্যানসেনের কুষ্ঠরোগের জীবাণু আবিষ্কারের শতবর্ষ (১৯৭৩) উপলক্ষে ডাকটিকিটে তাঁকে তুলে ধরা হয়।
বাংলাদেশ থেকে মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বের হওয়া ডাকটিকিটের প্রকাশকাল ২৯ জুন ১৯৯৬।ভারত থেকে প্রকাশিত মধুসূদনের ডাকটিকিটের জন্য আলাদা কোনো উদ্বোধনী খাম প্রকাশ করা হয়নি। তবে খামের ওপর অন্যান্য ব্যক্তির নামের সঙ্গে কবির নামটিও মুদ্রিত হয়েছে। বিশেষ সিলমোহরে আলাদা করে মধুসূদনের নাম উল্লেখ ছিল না।
১৮৭৩ সালের ২৯ জুন আনুমানিক বেলা দুইটায় মাইকেল মধুসূদন দত্ত মাত্র ৪৯ বছর ৫ মাস বয়সে মৃত্যুবরণ করেন। এ নাতিদীর্ঘ জীবনের প্রথমার্ধে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি দুর্বার আগ্রহ অনুভব করলেও জীবনের শেষ দিকে এসে অসংখ্য সনেট, কবিতা, নাটক, প্রহসন আর প্রবন্ধ রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে ধন্য করে গেছেন তিনি।