আজ ১১ মে। বিশ্ব মা দিবস। এ দিবসে তিন তারকার মাকে সম্মাননা জানাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। আজ রোববার ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় ও সংগীতাঙ্গনের তিন তারকার মায়ের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ জন গুণী ব্যক্তির মায়েদের সম্মাননা জানানো হচ্ছে। বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা দেওয়া হবে।

রাজধানীর রাওয়া ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল [অব.

] এম সাখাওয়াত হোসেন।

প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় [নারী ও পুরুষ] এবং বিশেষ ক্ষেত্রে অদম্য মেধাবী শিক্ষার্থীর মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, “সমাজের গুণীজনের মায়েদের সম্মাননা জানানো হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ।

এতে মা তাঁর জীবদ্দশায় সন্তানের সাফল্যের জন্য পুরস্কৃত হন। ‘গরবিনি মা’ শিরোনামে সম্মাননা প্রদান উৎসবের আয়োজনের যুগপূর্তি হতে যাচ্ছে। আশা করছি, অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সফল হবে।” 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিল্পপতি বাবুলের পক্ষে গণসংযোগ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা করা হয়।

‎‎বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর)  বিকেলে নগরীর ১নং  গেইট থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী শুরু হয়। 

‎‎বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। 

‎‎এসময় তিনি বলেন, আপনারা যারা আজকে আমার সাথে কষ্ট করেছেন আমি আশা করি আপনাদের এই কষ্ট বিফলে যাবেনা,  ‎একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। দল যদি আমার ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

‎এসময় তারা  নারায়ণগঞ্জ ১নং বাস স্ট্যান্ড হতে শুরু করে,  টানবাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, কেরোসিন ঘাট, বাপ্পি চত্বর, শহীদনগর, পাঠাননগর, কড়ইতলা, আলামীন নগর, তামাক পট্টি হয়ে বাপ্পি চত্বরে এসে লিফলেট বিতরণ ও গণসংযোগ সমাপ্তি করা হয়৷ 

সম্পর্কিত নিবন্ধ