গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনস
Published: 18th, May 2025 GMT
চোখের সামনে রবার্ট প্যাটিনসন আর জেনিফার লরেন্স। দেখেই সবাই ওমা ওমা করে উঠলো। আর ক্যামেরার লাইট একের পর ইকে ঝলতেই থাকলো। রেড কার্পেটের বাইরের চত্তরে তখন হুইহুল্লোড় পড়ে গিয়েছে। যে যত জোরে চিৎকার করতে পারে ততটাই উচ্চস্বরে ডাকছেন। কেউ হ্যালো প্যাটিজনসন কেউ আবার হ্যালো জেনিফার।
৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের গতকালের লাল গালিচায় গতকাল দুই হলিউ তারকার আলোয় ঝলমলে উপস্থিতি যেনো নতুন করে প্রাণ দিল।বহুল প্রতীক্ষিত ছবি ‘ডাই মাই লাভ’নিয়ে এসেছেন তারা। ছবিটি এবার মূলত প্রতিযোগিতা বিভাগে লড়ছে।
এই যুগল কেবল পর্দায় নয়, বাস্তবেও লাল গালিচায় রীতিমতো মন কাড়লেন উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের। তারা দীর্ঘ সময় ব্যয় করেন হাত নেড়ে, হাসিমুখে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি।
জেনিফার লরেন্স এদিন ছিলেন একদমই নববধূসুলভ, একটি দীর্ঘ সাদা করসেটেড গাউন পরে যা ডিজাইন করেছিলেন ডিওর-এর কৌশলী ডিজাইনাররা। তার পরনে ছিল একটি মার্জিত হেডস্কার্ফও, যা তার লুককে আরও রাজকীয় করে তোলেছিল।
‘ডাই মাই লাভ’ মূলত মাতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে—যেখানে জেনিফার লরেন্সের চরিত্রটি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তার চরিত্রটি পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়ে নিজের ভেতরের দানবের সঙ্গে লড়াই করতে থাকে। তার পাশে রয়েছেন স্বামী চরিত্রে রবার্ট প্যাটিনসন—যিনি স্নেহশীল হলেও স্ত্রীর মানসিক অবক্ষয়ের কাছে অসহায়। এই দাম্পত্য সম্পর্ক ও মানসিক সংকটের গল্প নিয়েই এগিয়েছে ‘ডাই মাই লাভ’ এর গল্প।
ছবিটি পরিচালনা করেছেন লিন র্যামজি। এই ছবির কাহিনি চিত্রনাট্য তৈরি হয়েছে আরিয়ানা হারউইচ-এর উপন্যাস অবলম্বনে।
ফ্রান্সের পল্লী অঞ্চলে চিত্রায়িত এই সিনেমা ও এর চরিত্রগুলোর বেদনা, আবেগ, এবং অস্তিত্বসংকটের চিত্রটা কানে দর্শকদের হৃদয়ে আলোড়ন তুলেছে। এই কান উৎসবেই প্রথমবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন লরেন্স, আর প্যাটিনসন বরাবরই কানের প্রিয় মুখ।
গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র চর ত র
এছাড়াও পড়ুন:
পূজাকে ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।
সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য।
সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।
এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।
তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।
এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।