মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই
Published: 22nd, May 2025 GMT
মুস্তাফিজুর রহমান শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, দেন মাত্র ৩ রান। তবে শুরুটা যতটা ভালো হয়েছিল, এরপর আর তেমন ছন্দে থাকতে পারেননি এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস পারেনি জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে ৫৯ রানে হার মানতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই। অন্যদিকে এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দিল্লি।
টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৫, উইল জ্যাকস ২১ এবং নামান ধির ৮ বলে অপরাজিত ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ করে ১৮০ রান।
জবাবে দিল্লির ইনিংস ধসে পড়ে দ্রুতই। লোকেশ রাহুল ১১, সামির রিজভি ৩৯, ভিপরাজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করলেও বাকিরা একেবারেই ব্যর্থ। ১৮.
এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৯ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, এবং জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের পুনর্বাসন সংক্রান্ত অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
আরো পড়ুন:
বৃষ্টি মাথায় কাকরাইলে তিন কারাখানার শ্রমিকদের অবস্থান
জবি শিক্ষার্থীদের অবস্থান: উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ
এছাড়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ভেটিং করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় করবে।
‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কল্যাণমূলক সুবিধা প্রদানের বিধান করা হবে বলে জানা গেছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে-এমন বিধান রয়েছে। এখন এটি রাষ্ট্রপতির অনুমতির পর অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার।
ঢাকা/হাসান/সাইফ