এ দেশটা ছোট হলেও দেশের মধ্যে অনেক বৈচিত্র্য আছে। বিশেষ করে কৃষি ও জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভান্ডার হলো আমাদের এই দেশ। পৃথিবীর খুব কম দেশই আছে, যে দেশে বাংলাদেশের মতো ফসলবৈচিত্র্য রয়েছে। প্রায় ৪০০ রকমের ফসল ফলে এ দেশে। আবার এ দেশে রয়েছে সেসব ফসলের হাজার হাজার জাতবৈচিত্র্য। একসময় শুধু ধানেরই ১২ হাজারের বেশি জাত এ দেশে ছিল। ফসলের মতো রয়েছে অন্যান্য উদ্ভিদবৈচিত্র্য। এ দেশে রয়েছে প্রায় ৬ হাজার প্রজাতির গাছপালা, ১ হাজার ৬০০ প্রজাতির মেরুদণ্ডী প্রাণী ও ২ হাজার ৫০০ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী। প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশের জীববৈচিত্র্যের সঠিক হিসাব নির্ণয় করা সম্ভব হয়নি।

আবার ভূমিরূপ বৈচিত্র্যেও এ দেশ অনন্য। হিমালয়ধোয়া মাটি ও পাথরচূর্ণে গঠিত একটি বড় বদ্বীপে রয়েছে প্রচুর জলাভূমি, সাগর, হাওর, গড় ও পাহাড়। একদিকে সাগরধোয়া উপকূল, যেখানে লোনামাটি ও লোনাপানিতে আছে লোনাপানির গাছপালা, কুমির-কচ্ছপ, নদী-খাল, বিল-ঝিলের মিঠাপানিতে আছে প্রায় ৪০০ প্রজাতির মাছ, গাঙ্গেয় শুশুক। সাগরঘেঁষা সুন্দরবন আমাদের প্রাকৃতিক প্রহরী। সেখানে আছে ৫২৮ প্রজাতির উদ্ভিদ ও ৩৩৯ প্রজাতির পাখিসহ প্রায় ১ হাজার ৬০০ প্রজাতির বিভিন্ন জীব, আছে অণুজীবও।

অন্যদিকে এ দেশের চিরসবুজ ও মিশ্র পার্বত্য অরণ্য হলো বিশ্বে ৩৪টি জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকার একটি। এসব পাহাড়ি অরণ্যে অর্কিড, বাঁশ, সেগুন, গর্জন, তেলশুর, বৈলামসহ ১ হাজার ৫৬০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ রয়েছে। এসব অরণ্য হাতি, লিওপার্ড, হরিণ, ভালুক, প্রজাপতি, গিরগিটি, সাপ, পাখিসহ অনেক প্রাণীর আবাসস্থল। ষাটের দশকের আগে পার্বত্য অঞ্চল ছিল সবুজে সবুজময়, জীববৈচিত্র্যের অফুরন্ত ভান্ডার। কিন্তু ষাটের দশকে কাপ্তাই বাঁধ নির্মাণ ও মনুষ্য বসতি বৃদ্ধির কারণে পাহাড়ের সবুজতা কমতে শুরু করে। একইভাবে সিলেট ও মৌলভীবাজারে ব্যাপকভাবে চা–বাগান এবং ফসলের চাষ সম্প্রসারিত হওয়ায় পাহাড়ি অনেক বন উজাড় হয়ে যায়। ফলে পাহাড়ের অনেক জীববৈচিত্র্য হুমকিতে পড়ে ও বেশ কিছু প্রজাতি হারিয়ে যায়।

সমতলের কৃষির পার্বত্য যাত্রা

আমাদের প্রাকৃতিক পাহাড়গুলো এখন আর প্রাকৃতিক রূপে থাকছে না। প্রাচীনকালে পার্বত্য অরণ্য ছিল গাছপালার আবাসভূমি, বড় বড় বৃক্ষের ছায়াঘন সবুজে মোড়া পাহাড়ের গা। সেখানে তেমন কোনো মানুষ ছিল না। ছিল বিভিন্ন বন্য প্রাণীর আবাস ও তাদের স্বর্গরাজ্য। দেশে দিন দিন মানুষ বাড়ায় একদিন সেখানে মানুষের পা পড়ে। বনভূমি কেটে সাফ করে গড়ে ওঠে ঘরবাড়ি, খাদ্যের প্রয়োজনে সম্প্রসারিত হয় জুমচাষ। জুমচাষ সাধারণত এক পাহাড়ে এক বছরে একবারই করা হয়। জুমিয়ারা কয়েক বছর সে পাহাড়কে রাইন্যা বা পতিত রেখে আবার সেখানে শুরু করেন জুমচাষ। এভাবে জুমচাষের ফলে মাটি তার প্রাকৃতিক উর্বরতা পুনরুদ্ধারের সুযোগ পায়। আগে জুমচাষ সীমিত আকারে করা হতো। বর্তমানে পার্বত্য অঞ্চলে জুমচাষকে ছাড়িয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সমতলের নানা রকম ফসলের চাষ।

বর্তমানে পাহাড়ের ঢালে ও ঢালের মধ্যবর্তী খাড়িতে, ছড়ার পাড়ে প্রতিবছর বিভিন্ন মৌসুমে বাণিজ্যিকভাবে ফলানো হচ্ছে সমতলের মতো ঝাড়শিম, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বরবটি, টমেটো, বিলাতি ধনিয়া, তামাক, আখ, মরিচ ইত্যাদি ফসল। পরিসংখ্যানে দেখা যায়, রাঙামাটিতে ২০২০-২১ সালে ৩ হাজার ৩১৪ একর জমিতে আনারস ও ৩ হাজার ৭৪৮ একরে আম চাষ করা হয়েছে। আম চাষ করা হয়েছে বান্দরবানে ২ হাজার ৮৩৯ একর ও খাগড়াছড়িতে ৪ হাজার ২০৭ একরে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও সৃজিত হয়েছে অনেক ফলের বাগান। যেসব ফলের চাষ সাধারণত সমতল এলাকায় হয়, সেগুলোই এখন পাহাড়ে হচ্ছে। এটা আমাদের আনন্দিত করে, ঢাকা শহরে পার্বত্য আম্রপালি আমের ব্র্যান্ডিং হয়েছে, দেশে ফলের উৎপাদন বাড়ছে, যা আমাদের পুষ্টি উন্নয়নে সহায়ক হচ্ছে। কিন্তু এর ফলে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য তথা বাস্তুতন্ত্রের যে ক্ষতি হচ্ছে, তা হয়তো আমরা চোখে দেখছি না, কিন্তু তার প্রভাব সুদূরপ্রসারী। চাষ করতে গিয়ে পাহাড়ের ঢালের যে মাটিকে চাষ দিয়ে আলগা করা হচ্ছে, বৃষ্টিতে সেসব মাটিই ধুয়ে পাহাড়ের ছড়া ও খাল ভরাট করে দিচ্ছে, কখনো কখনো মাটি নরম হয়ে ভূমিধস ঘটাচ্ছে। জলাশয়, নিম্নভূমি, ছড়া ইত্যাদি ভরাট হওয়া মানে অনেক জলজ জীববৈচিত্র্যকে নিশ্চিহ্ন হওয়ার সুযোগ করে দেওয়া।

অনেক পাহাড়ে এখন স্থায়ীভাবে গড়ে উঠেছে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফলের বাগান। চাষ বাড়ছে চা, কফি ও কাজুবাদামের। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অবসরে যাওয়া অতিরিক্ত পরিচালক পবন চাকমা বলেন, তাঁর জন্ম ও বেড়ে ওঠা খাগড়াছড়ির পাহাড়ে। তিনি বললেন, ছোটবেলায় যে পাহাড়ি পরিবেশ ছিল, পানির উৎস ছিল, বিভিন্ন প্রাণী ও গাছপালা ছিল, এখন তার অনেকটাই নিঃশেষ হয়ে গেছে। পাহাড়ে জুমিয়ারাও এখন জুমচাষ ছেড়ে অর্থকরী ফসল হিসেবে ব্যাপকভাবে হলুদ, ছড়াকচু বা মুখিকচু ও কাসাভা চাষে ঝুঁকে পড়েছেন। মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ির পাহাড়গুলোতে এখন এটা খুবই সাধারণ দৃশ্য। এসব ফসল তুলতে মাটি কোপাতে হয়। মাটি কুপিয়ে চাষ করা হচ্ছে আনারস। এতে মাটি আলগা হয়ে পাহাড়গুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। আলগা মাটি পাহাড় থেকে গড়িয়ে পড়ছে। সেসব মাটিতে ঝিরিগুলো ভরে যাচ্ছে। ছোটবেলায় মাটিরাঙ্গার ঝিরিতে যে ছোট ছোট দেশি মাছ ছিল, আজ আর সেখানে তার কিছুই নেই।

শুধু মাছ কেন, ২০০৫ সালেও পবন চাকমা মাটিরাঙ্গার ঝরনাটিলায় ভালুকের বাচ্চা দেখেছেন। এরপর আর তা চোখে পড়েনি। ফলবাগান করলেও তা থেকে অনেক সময় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। যেমন তাপমাত্রা ওঠানামার কারণে কয়েক বছর হলো দেশি লিচুর ফল ধরলেও চায়না ২ ও চায়না ৩ জাতের লিচুর ফল ধরছে না, আমে রোগ ও পোকার আক্রমণ বেড়েছে।

প্রকৃতির রত্নভান্ডারের ক্ষতি

এভাবে চাষাবাদ করতে গিয়ে পাহাড়ের অনেক ঔষধি গাছকেও আমরা যেমন হারিয়ে ফেলেছি, তেমনি সেখানকার নানা প্রজাতির গাছপালার ওপর নির্ভরশীল অনেক জীব প্রজাতিও বিপন্ন হয়ে পড়েছে। সাধারণভাবে ধরা হয়, একটি উদ্ভিদ প্রজাতির কোনো আবাসস্থল থেকে হারিয়ে যাওয়া মানে সেই আবাসস্থলে সেই উদ্ভিদ প্রজাতির ওপর নির্ভর করা অন্তত ৩০ প্রজাতির জীবদের ঝুঁকিতে ফেলে দেওয়া। সমতলের এসব ফসল পাহাড়ে চাষ করতে গিয়ে আমরা কি সেসব জীবসম্পদকে হারিয়ে ফেলছি না? পাহাড়িরা অসুখ-বিসুখ হলে তাঁদের আবাসস্থলে থাকা বিভিন্ন লতাপাতা গাছ দিয়ে চিকিৎসা করে আরোগ্য লাভ করেন। বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম গবেষণা করে দেখেছে, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা অন্তত ৩০২টি রোগ চিকিৎসার জন্য ২ হাজার ২৯৫টি প্রেসক্রিপশন বা চিকিৎসা নিদান হিসেবে ব্যবহার করেন। এসব চিকিৎসায় তাঁরা ব্যবহার করেন প্রায় ৭০০ প্রজাতির বনজ ঔষধি গাছ। সেই ঐশ্বর্যময় বনজ ঔষধির তথ্যভান্ডারের অনেক গাছই আমরা ফসল চাষ করে গিয়ে আগাছা পরিষ্কারের নামে উজাড় করে ফেলেছি। পাশাপাশি সেসব উদ্ভিদের পাতা, গাছের রস, ফলমূল ইত্যাদি খেয়ে যেসব পোকামাকড় ও জীব বেঁচে থাকে, তাদেরও আমরা সেখান থেকে হারিয়ে ফেলছি। এতে মনে হয়, কিছু পেতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি না তো!

খাদ্যের জন্য চাষ আমাদের করতে হবে—এ কথা অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি এ কথাও মানতে হবে, চাষ করতে গিয়ে কোনো প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অধিকারও আমাদের নেই। দেশের পরিবেশ সংরক্ষণ আইনও তা করতে বলে না। এ দুইয়ের মধ্যে সাম্য স্থাপিত না হলে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। ফসলের খেতকে ফসলের জন্য ও পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিতে হবে। এ দুই বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে যে নানা রকম জীববৈচিত্র্যের সহজাত পরিবেশ এবং খাদ্যচক্র গড়ে উঠেছে, সে শৃঙ্খল ছিন্ন করলে তা আমাদের খাদ্যচক্রকেই একদিন ভেঙে দেবে।

পরিবেশদূষণে মানুষের অপকর্ম

পাহাড়ে শুধু ফসল চাষই না, ফসল চাষ করতে গিয়ে আমরা সেখানকার পরিবেশও দূষিত করছি। ছড়া থেকে সেচের পানি তুলতে বা মাটি চষতে যেসব যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেসব যন্ত্রে জ্বালানি পুড়ছে। বন উজাড় করে চাষের জমি বানাতে গিয়ে পোড়ানো হচ্ছে সেখানকার আদি ও প্রাকৃতিক গাছপালা। তাতেও ঘটছে বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ। এ ছাড়া অবৈধ দখল, বন উজাড়, পাহাড় কাটা ইত্যাদি ঘটনা তো আছেই। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও বালাইনাশক যা আগে পার্বত্য কৃষিতে তথা জুমে কখনো ব্যবহৃত হতো না, এখন বাণিজ্যিক চাষ বৃদ্ধি পাওয়ায় পরিবেশবিরোধী এসব রাসায়নিক দ্রব্যের নির্বিচার ব্যবহার বেড়েছে। এতে পরাগায়নকারী পতঙ্গ থেকে শুরু করে অনেক পোকামাকড় ও জীব মরছে। এর ফলে সেসব বাস্তুতন্ত্রে থাকা মাটি, পানি, বাতাস ইত্যাদি দূষিত হচ্ছে। মাটিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে থাকা অণুজীবগুলোর এবং সারগলা পানি চুইয়ে নালা ও ছড়ায় এসে মিশে ছোট ছোট মাছের জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেয়াল তুলতে পাহাড় কাটা হয়েছে, কাটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে ধানি জমি। এভাবে পাহাড়ি পরিবেশের ক্ষতি করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে সেখানকার জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। গত মঙ্গলবার রাঙামাটি সদরের শুকরছড়ি এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র চ ষ করত সমতল র চ ষ কর আম দ র পর ব শ প রস র র অন ক অরণ য ফসল র

এছাড়াও পড়ুন:

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল) সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নামের এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শনিবার (১২ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

ঝালকাঠি
সকাল ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাব সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচার চেয়ে বক্তব্য দেন রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরসৌদস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা, স্বর্না প্রমুখ। 

আরো পড়ুন:

সোহাগকে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: পুলিশ

মিটফোর্ড হাসপাতালের সামনে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, রাষ্ট্র ও মানবতার ওপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

যশোর
যশোর প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদী মানববন্ধন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেস ক্লাব চত্বর।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবই মূল কারণ। দোষীরা বিচার ও শাস্তির বাইরে থেকে যাওয়ায় অপরাধের হার বেড়েই চলেছে। ফলে, সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।

নওগাঁ
সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘নওগাঁ সংগ্রামী ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপির নওগাঁ জেলার সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমুখ।

তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

টাঙ্গাইল
বিকেল ৫টায় জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদ টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে নিরালা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু আহমেদ শেরশাহ, ছাত্র নেতা আলিফ ইসলাম, ফারদিন আহমেদ স্মরণ ও সুমাইয়া আক্তার ইতি, শিক্ষক আমিনুল হক, মাওলানা মোহাম্মদ আলী, মেহেদী হাসান রিফাত প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি
বিকেলে রাঙামাটি শহরের বনরূপা জামে মসজিদের সামনে মিছিল শুরু করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘খুন, চাঁদাবাজি আর নয়’, ‘সকল হত্যার বিচার চাই’, ‘বর্বরতার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. ইমাম হোছাইন ইমু, কৃষি ইনস্টিটিউটের ছাত্রনেতা মো. জালাল উদ্দীন, রেড জুলাইয়ের সহ-মুখপাত্র সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপি রাঙামাটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান প্রমুখ।

ঠাকুরগাঁও
দুপুরে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, যুবদলের সদস্য সচিব মো. জাহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু,যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সদস্য সচিব মো. বাবু ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. সুমন ইসলাম। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

ঢাকা/অলোক/প্রিয়ব্রত/সাজু/কাওসার/শঙ্কর/হিমেল/রফিক

সম্পর্কিত নিবন্ধ