এটাকে কী দারুণ একটি দিন বলা যাবে নাকি হতাশায় মোড়ানো? রেকর্ড গড়ে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট সকালে করলেন ১৩৯ রান। বিকেলেই আবার ব‌্যাটিংয়ের সুযোগ হলো। করলেন মাত্র ১। সকালের সাফল‌্য বেনেট উপভোগ করবেন নাকি বিকেলের ব‌্যর্থতা? মিশ্র অনুভূতি!

ইংল‌্যান্ডের রানের পাহাড়ের জবাবে জিম্বাবুয়ের ব‌্যাটসম‌্যানরা অসহায় আত্মসমর্পণ করলেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে বেনেট করলেন কেবল ১৩৯ রান। ইংল‌্যান্ডের ৬ উইকেটে ৫৬৫ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করতে পারে ২৬৫ রান। ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ এখন জিম্বাবুয়ের সামনে।

২ উইকেটে ৩০ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনো তাদের করতে হবে ২৭০ রান। নটিংহ‌্যামে দ্বিতীয় দিনেই জয়ের আভাস পেতে শুরু করেছেন ইংলিশরা।

শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সব আলো নিজেও ওপর কেড়ে নিয়েছেন বেনেট। ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন তরুণ ওপেনার। সেঞ্চুরিতে পেতে মাত্র ৯৭ বল খেলেন যা জিম্বাবুয়ের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম।

শুরু থেকে বেনেট ছিলেন মারমুখী। প্রথম ওভারে স‌্যাম কুককে তিন চার মারেন। ৫৬ বলে পঞ্চাশ রান ছুঁতে উইকেটের চারিপাশে মেরেছেন ১০ চার। এরপর খুব দ্রুত পৌঁছে যান তিন অঙ্কে। ২৫ বছর পর জিম্বাবুয়ের কোনো ব‌্যাটসম‌্যান ইংল‌্যান্ডের মাটিতে সেঞ্চুরি পেলেন। ২০০০ সালে ট্রেন্ট ব্রিজেই ২৫০ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন মারে গুডউইন।

তৃতীয় উইকেটে বেনেট ও শন উইলিয়ামস স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তাতে প্রথম ইনিংসে অল্পরানে গুটিয়ে যায় অতিথিরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন।

ইংল‌্যান্ডের হয়ে বল হাতে ৬২ রানে ৩ উইকেট নেন বাশির। স্টোকস ১১ রানে পেয়েছেন ২ উইকেট।

ফলো অনে পড়ে ব‌্যাটিং করতে নেমে বেনেট শুরুতেই ফিরে আসেন। ইনিংসের চতুর্থ ওভারে অ‌্যাটকিনসন তাকে এলবিডব্লিউ করেন। তার দেখানো পথ ধরে ফেরেন আরভিন। অষ্টম ওভারে ৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে স্কোরবোর্ডে আরো ২৩ রান যোগ করে দিনের শেষ প্রান্তে। কারানের সঙ্গে অপরাজিত আছেন উইলিয়ামস।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট করল ন

এছাড়াও পড়ুন:

বন্দরে বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত

৩১ দফার ভিত্তিতে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে বন্দরে  নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়ন ও বন্দর ইউনিয়ন বিএনপি যৌথ উদ্যাগে  বন্দর উপজেলার ঘারমোড়াস্থ আবু নাসের কমিউনিটি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ অনুষ্ঠিত হয়। 

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ ফারুক হোসেন বলেন,  যারা বিএনপি নতুন সদস্য হবেন তাদের প্রতি দলের অনেক দায়িত্ব বর্তায়। এই নতুন সদস্য ফরম দিয়ে আপনাদের পথ চলা শুরু হবে। আমি আপনাদরেকে  অনুরোধ করব আমাদের দলীয় ফরম কোন আওয়ামীলীগ দোসরের কাছ তুলে দিবেন না।

তিনি আরো বলেন,  ভালো মানুষের সাথে রাজনীতি করবেন। দেখবেন আপনি একদিন আপনার লক্ষস্থানে পৌছে গেছেন। দলকে সুসংগঠিত করার জন্য কাজ করুন দল আপনাকে সঠিক ভাবে মূল্যালয়ন করবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এডঃ বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মনোয়ার হোসেন শোখন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এডঃ শরিফুল ইসলাম শিপলু ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য মোঃ আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম,  বন্দর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল, বন্দর উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহেল ও বন্দর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা ভিক্টর মৃধা প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ