এটাকে কী দারুণ একটি দিন বলা যাবে নাকি হতাশায় মোড়ানো? রেকর্ড গড়ে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট সকালে করলেন ১৩৯ রান। বিকেলেই আবার ব্যাটিংয়ের সুযোগ হলো। করলেন মাত্র ১। সকালের সাফল্য বেনেট উপভোগ করবেন নাকি বিকেলের ব্যর্থতা? মিশ্র অনুভূতি!
ইংল্যান্ডের রানের পাহাড়ের জবাবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করলেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে বেনেট করলেন কেবল ১৩৯ রান। ইংল্যান্ডের ৬ উইকেটে ৫৬৫ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করতে পারে ২৬৫ রান। ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জ এখন জিম্বাবুয়ের সামনে।
২ উইকেটে ৩০ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনো তাদের করতে হবে ২৭০ রান। নটিংহ্যামে দ্বিতীয় দিনেই জয়ের আভাস পেতে শুরু করেছেন ইংলিশরা।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় সব আলো নিজেও ওপর কেড়ে নিয়েছেন বেনেট। ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন তরুণ ওপেনার। সেঞ্চুরিতে পেতে মাত্র ৯৭ বল খেলেন যা জিম্বাবুয়ের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম।
শুরু থেকে বেনেট ছিলেন মারমুখী। প্রথম ওভারে স্যাম কুককে তিন চার মারেন। ৫৬ বলে পঞ্চাশ রান ছুঁতে উইকেটের চারিপাশে মেরেছেন ১০ চার। এরপর খুব দ্রুত পৌঁছে যান তিন অঙ্কে। ২৫ বছর পর জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি পেলেন। ২০০০ সালে ট্রেন্ট ব্রিজেই ২৫০ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন মারে গুডউইন।
তৃতীয় উইকেটে বেনেট ও শন উইলিয়ামস স্কোরবোর্ডে ৬০ রান যোগ করেন। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তাতে প্রথম ইনিংসে অল্পরানে গুটিয়ে যায় অতিথিরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন।
ইংল্যান্ডের হয়ে বল হাতে ৬২ রানে ৩ উইকেট নেন বাশির। স্টোকস ১১ রানে পেয়েছেন ২ উইকেট।
ফলো অনে পড়ে ব্যাটিং করতে নেমে বেনেট শুরুতেই ফিরে আসেন। ইনিংসের চতুর্থ ওভারে অ্যাটকিনসন তাকে এলবিডব্লিউ করেন। তার দেখানো পথ ধরে ফেরেন আরভিন। অষ্টম ওভারে ৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে স্কোরবোর্ডে আরো ২৩ রান যোগ করে দিনের শেষ প্রান্তে। কারানের সঙ্গে অপরাজিত আছেন উইলিয়ামস।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট করল ন
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রাম সীমান্তে ২৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে কাজ করতে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এস এইচ এল সিমতি এবং বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।
বিজিবির হাতে তুলে দেওয়া ২৪ বাংলাদেশির মধে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। তাদের মধ্যে ২৩ জন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে আটক থাকা ২৪ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তরের জন্য বার্তা দেওয়া হয়। পরে বিজিবি ওই বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওই বাংলাদেশিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা, মা তানেকা বেগম (৪৬) ও বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), মানব আলীর স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) ও তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯) ও মেয়ে কাজলী (২), ফুলবাড়ী উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আনজুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, একই উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) ও আরমান (২) এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
ঢাকা/বাদশাহ্/রফিক