বর্গা নিয়ে তিন বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলেন নওগাঁর মান্দা উপজেলার বড় বেলালদহ গ্রামের কৃষক সাহার আলী (৫৫)। সোনার ফসলের জন্য চার মাস রাত-দিন কষ্ট করেছেন। খরচের কমতি রাখেননি। এখনো তিনি ধান ঘরে তুলতে পারেননি। শ্রমিক লাগিয়ে তিন বিঘা জমির ধান কেটে শুকানোর জন্য মাঠেই ফেলে রেখেছিলেন। কিন্তু গত চার-পাঁচ দিনের ভারী বৃষ্টিতে তাঁর কষ্টের ফসল নষ্ট হতে চলেছে। দুই-তিন দিনের মধ্যে ধান মাঠ থেকে ঘরে তুলতে না পারলে সব ধান নষ্ট হয়ে যাবে।

সাহার আলী জানান, বসতবাড়ির অল্প জমি ছাড়া তাঁর নিজের কোনো জমিজমা নেই। মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে সবজি, শর্ষে ও ধান আবাদ করে সংসার চলে। বর্গা নেওয়া তিন বিঘা জমিতে শর্ষের আবাদ করেছিলেন। জানুয়ারি মাসে সরিষা কাটার পর জমিতে বোরো আবাদ করেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়ায় তাঁর স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে।

সাহার আলী বলেন, গত সোমবার শ্রমিক দিয়ে তিন বিঘা জমির ধান কেটে নেন। সেদিন ঝলমলে রোদ ছিল। কাটা ধান শুকানোর জন্য আঁটি বেঁধে খেতেই রাখতে বলেন শ্রমিকদের। দুই দিন মাঠে ফেলে রাখলে ধান শুকিয়ে যায়। এই ধান দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কিন্তু ধান কাটার পরদিন মঙ্গলবার থেকে শুরু হয় বৃষ্টি। প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমে যাওয়ায় কেটে রাখা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ভেজা ধান তোলা ও মাড়াই করা সমস্যা। এ জন্য শ্রমিকেরাও তুলতে চাইছে না।

সাহার আলীর মতো বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন ওই এলাকার জিল্লুর রহমান, ইয়াছিন আলী, পলাশ সরকার, জাহান আলীসহ আরও অনেকে। কৃষকেরা জানান, যেসব খেতে মৌসুমের শুরুতেই ধান লাগানো হয়েছিল, সেই সব খেতের ধান এরই মধ্যে কাটা-মাড়াই শেষ হয়েছে। যেসব জমিতে শর্ষে ও আলুর আবাদ করা হয়েছিল, সেখানে বোরো ধান লাগাতে কিছুটা দেরি হয়। এখন মাঠের প্রায় সব খেতেই ধান পেকে গেছে। কিন্তু বৈরী আবহাওয়া, পানিতে ডুবে ধান নষ্ট হয়ে যাওয়া এবং ঝড়ে খেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় ধান কেটে ঘরে তুলতে পারছেন না তাঁরা। চার-পাঁচ দিন ধরে প্রতিদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খেতে বৃষ্টির পানি জমে গেছে। এতে খেতেই নষ্ট হচ্ছে ধান।

নওগাঁর বদলগাছীর আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যমতে, আজ শনিবার দুপুর পর্যন্ত নওগাঁয় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত পাঁচ দিনে প্রতিদিন গড়ে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার।

মান্দা উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো আবাদ হয়েছে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ জমির ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে। এবার আলু আবাদ হয়েছে ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এবং শর্ষে হয়েছে ৫ হাজার ২০০ হেক্টরে। এসব জমিতে আলু ও শর্ষে কেটে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এই দেরির কারণে এখন ধান কাটতে একটু দেরি হচ্ছে। ধান পাকার সময়ে টানা বৃষ্টির কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকেরা।

মান্দার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, ‘আমন ধান কাটার পর দুই বিঘা জমিতে আলু চাষ করি। আলু তোলার পর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান আর ঘরে তুলতে পারছি না। খেতেই ধান পচে যাচ্ছে। খুব বিপদে আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, মান্দায় সবচেয়ে বেশি শর্ষে ও আলুর আবাদ হয়। এ বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আলু ও শর্ষের আবাদ হয়েছিল। আলু ও শর্ষে তোলার পর বোরো লাগাতে একটু দেরি হওয়ায় ধান কাটা-মাড়াই করতেও দেরি হচ্ছে। অতিবৃষ্টির কারণে কৃষকেরা দেরিতে রোপণ করা ধান কাটতে একটু বিড়ম্বনায় পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে মাঠে থাকা ধানের বিষয়ে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি সুযোগ পেলে কৃষকদের দ্রুত ধান কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স হ র আল র জন য উপজ ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ