ইস্তাম্বুলে সিরিয়ার অন্তর্বর্তী নেতার সঙ্গে এরদোয়ানের বৈঠক
Published: 25th, May 2025 GMT
ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৈঠক করেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে দেশটির নতুন নেতৃত্বের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরদোয়ানের সঙ্গে শারার এ বৈঠক সম্পর্কে আগে কিছু জানানো হয়নি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের ইস্তাম্বুলের কার্যালয়ে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলেছে বলে জানিয়েছে তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভি।
গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে আল-শারা ক্ষমতায় আসেন। তাঁরা দেশ পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছেন।
সিরিয়ার নতুন শাসকদের প্রতি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে আঙ্কারা। বৈঠকের আগে প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তরের বাইরে দুই নেতাকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সিরিয়া-তুরস্কের এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও প্রতিরক্ষা শিল্প সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সিরিয়ার প্রেসিডেন্সি জানিয়েছে, আলোচনায় উভয় পক্ষ একাধিক অভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তুরস্কের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান বৈঠকে অংশ নেন।
বাশার আল-আসাদের পতনের পর আল-শারার নেতৃত্বাধীন নতুন সিরিয়ার প্রশাসন পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। অনেক দেশ তাদের অতীত নিয়ে দ্বিধায় থাকলেও চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বৈঠকে এরদোয়ান ও আল-শারা সিরিয়ায় সন্ত্রাসী হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উত্তর-পূর্ব সিরিয়া থেকে বিদেশি কুর্দি যোদ্ধাদের বহিষ্কারের আহ্বান জানিয়েছে আঙ্কারা এবং প্রতিবেশী দেশটিকে জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতারও আশ্বাস দিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এরদ য় ন র ত রস ক র আল শ র
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো