চোখের ব্যথা নিশ্চয়ই কমেনি? বিপিএলে গতকাল শুবম রঞ্জনরা যে বোলিং দেখিয়েছেন, তাতে নিয়মিত ক্রিকেট দেখা চোখগুলো একটু ব্যথা করাই স্বাভাবিক। বল ফেলা হচ্ছে পিচের বাইরে, স্টাম্পের বাইরে একের পর এক লং হপ, বিমার—স্বীকৃত টি–টোয়েন্টি টুর্নামেন্টে এক বোলারের কাছে থেকে এমন অপ্রত্যাশিত সব ‘বৈচিত্র্য’ তো আর প্রতিদিন দেখা যায় না!

গতকাল ঢাকা ক্যাপিটালসের বোলার শুবম এমন ভানুমতির খেলাই দেখালেন। শুধু শুবমই নন, আরও আছেন, যাঁদের দেখে প্রশ্নটি উঠতেই পারে, ‘এরা কারা? কোত্থেকে এল এরা?’

শুবমের চেয়ে তবু ফারমানউল্লাহ ভালো। আফগান এই অলরাউন্ডার অন্তত পিচে প্রতিটি বল রাখতে পারেন। বল ব্যাটসম্যানদের পর্যন্ত ঠিকভাবে যাবে কি না, তা নিয়ে অবশ্য দর্শকদের চিন্তায় থাকতে হয় না!

দলটির এতটাই দুরবস্থা যে তাঁদের দিয়ে বোলিং কোটা পূরণ করাতে হয়। ঢাকায় কিন্তু মোস্তাফিজুর রহমানও আছেন। তবে ঢাকার বোলাররা যে ভয়াবহ বোলিং করছেন, এর বিজ্ঞাপন হয়ে উঠছেন শুবমরাই। শুবমদের কার্যকলাপ যেহেতু বলা হচ্ছে, কিন্তু তাঁদের চেনানোরও বোধ হয় দরকার আছে।

ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুবম এখন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে খেলছেন। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সিরিজসেরা ক্রিকেটার তিনি। এই টুর্নামেন্টে ২৭৭ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন। খেলেছেন মেজর লিগ ক্রিকেটে।

আরও পড়ুনযত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম ৫০ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে। মানের দিক থেকেও ভালো। সেখানে ১২ ম্যাচে তাঁর রান ১৫১। এই ১২ ম্যাচে শুবম বোলিং করেছেন মাত্র ১ ওভার। সেই তাঁকেই কিনা শিশিরস্নাত বিপিএলে ৪ ওভার করে বোলিং করাতে হচ্ছে। আফগানিস্তান ‘এ’ দলে খেলা অলরাউন্ডার ফারমানউল্লাহ তো আফগানিস্তানের বাইরে কোনো দলেই খেলেননি।

উইলিয়াম বোসিস্টো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ছুরিকাঘাতে বেদে যুবক নিহত

বগুড়া‌র গাবতল‌ী‌তে দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘ‌া‌তে শা‌কিল (২৫) না‌মের এক বেদে যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় এক নারীসহ দুজন আহত হ‌য়েছেন।  

বৃহস্প‌তিবার (১১ ডিসেম্বর) সকা‌লে গাবতল‌ী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বেদে পল্লিতে এ হামলা হয়। 

পু‌লিশ ও বে‌দে পল্লির বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররা‌তে রা‌শেদ না‌মের এক স্থানীয় যুবক পল্লি‌তে গি‌য়ে বে‌দে‌দের ঘ‌রের প‌লি‌থিন কাটার চেষ্টা কর‌ছি‌লেন। বে‌দে পল্লির লোকজন তা‌কে ধ‌রে আট‌কে রা‌খে। সকা‌লে ওই যুবকের স্বজন‌রা সেখা‌নে গি‌য়ে হামলা চা‌লি‌য়ে তা‌কে ছা‌ড়ি‌য়ে আনার চেষ্টা ক‌রে। এ সময় বে‌দে পল্লির লোকজন বাধা দি‌লে তা‌দেরকে ছু‌রিকাঘাত করা হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেন। পথে শা‌কি‌লের মৃত্যু হয়। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ব‌লেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বে‌দে পল্লির লোকজন বিশু না‌মের এক যুব‌কের মা ও বোন‌কে আটকে রে‌খে‌ছি‌লেন। তা‌দেরকে আমরা থানা হেফাজ‌তে নি‌য়ে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবাদ চল‌ছে। হত্যার সঙ্গে জ‌ড়িতদের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়‌নি। 

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ