বিপিএলে পিচেও বল রাখতে পারছে না-এরা কারা, কোত্থেকে এল এরা
Published: 11th, January 2025 GMT
চোখের ব্যথা নিশ্চয়ই কমেনি? বিপিএলে গতকাল শুবম রঞ্জনরা যে বোলিং দেখিয়েছেন, তাতে নিয়মিত ক্রিকেট দেখা চোখগুলো একটু ব্যথা করাই স্বাভাবিক। বল ফেলা হচ্ছে পিচের বাইরে, স্টাম্পের বাইরে একের পর এক লং হপ, বিমার—স্বীকৃত টি–টোয়েন্টি টুর্নামেন্টে এক বোলারের কাছে থেকে এমন অপ্রত্যাশিত সব ‘বৈচিত্র্য’ তো আর প্রতিদিন দেখা যায় না!
গতকাল ঢাকা ক্যাপিটালসের বোলার শুবম এমন ভানুমতির খেলাই দেখালেন। শুধু শুবমই নন, আরও আছেন, যাঁদের দেখে প্রশ্নটি উঠতেই পারে, ‘এরা কারা? কোত্থেকে এল এরা?’
শুবমের চেয়ে তবু ফারমানউল্লাহ ভালো। আফগান এই অলরাউন্ডার অন্তত পিচে প্রতিটি বল রাখতে পারেন। বল ব্যাটসম্যানদের পর্যন্ত ঠিকভাবে যাবে কি না, তা নিয়ে অবশ্য দর্শকদের চিন্তায় থাকতে হয় না!
দলটির এতটাই দুরবস্থা যে তাঁদের দিয়ে বোলিং কোটা পূরণ করাতে হয়। ঢাকায় কিন্তু মোস্তাফিজুর রহমানও আছেন। তবে ঢাকার বোলাররা যে ভয়াবহ বোলিং করছেন, এর বিজ্ঞাপন হয়ে উঠছেন শুবমরাই। শুবমদের কার্যকলাপ যেহেতু বলা হচ্ছে, কিন্তু তাঁদের চেনানোরও বোধ হয় দরকার আছে।
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুবম এখন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে খেলছেন। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে সিরিজসেরা ক্রিকেটার তিনি। এই টুর্নামেন্টে ২৭৭ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন। খেলেছেন মেজর লিগ ক্রিকেটে।
আরও পড়ুনযত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম ৫০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে। মানের দিক থেকেও ভালো। সেখানে ১২ ম্যাচে তাঁর রান ১৫১। এই ১২ ম্যাচে শুবম বোলিং করেছেন মাত্র ১ ওভার। সেই তাঁকেই কিনা শিশিরস্নাত বিপিএলে ৪ ওভার করে বোলিং করাতে হচ্ছে। আফগানিস্তান ‘এ’ দলে খেলা অলরাউন্ডার ফারমানউল্লাহ তো আফগানিস্তানের বাইরে কোনো দলেই খেলেননি।
উইলিয়াম বোসিস্টো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রুটের ব্যাটে লড়ল ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯ উইকেটের পতন ঘটেছে ইংল্যান্ডের। টস জিতে ব্যাট করতে নেমে জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করেছে। রুট ১৩৫ রানে ও জোফরা আর্চার ৩২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
ব্যাট করতে নেমে ৫ রানেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথমে বেন ডাকেটকে শূন্যরানে আউট করেন স্টার্ক। এরপর অলি পোপকেও শূন্যরানে বোল্ড করেন।
আরো পড়ুন:
১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট
জাতীয় ক্রিকেট লিগ: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা
সেখান থেকে জ্যাক ক্রলি ও জো রুট ১১৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ১২২ রানের মাথায় ক্রলি আউট হলে ভাঙে এই জুটি। ১১ চারে ৭৬ রান আসে ক্রলির ব্যাট থেকে। এরপর হ্যারি ব্রুককে নিয়ে দলীয় সংগ্রহকে ১৭৬ পর্যন্ত টেনে নেন রুট। এই রানে ব্রুক ফিরেন ৩১ রান করে।
এরপর ২১০ রানে বেন স্টোকস (১৯), ২১১ রানে জেমি স্মিথ (০), ২৫১ রানে উইল জ্যাক (১৯) ও ২৬৪ রানে গাস অ্যাটকিনসন (৪) আউট হলেও রুট থাকেন অবিচল। এ যাত্রায় ১৮১ বলে ১১ চারে টেস্ট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন। শুধু তাই নয়, গেল ১২ বছরে ও ৩০ বারের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে এটা ছিল তার প্রথম সেঞ্চুরি।
২৬৪ রানের মাথায় ইংল্যান্ড নবম উইকেট হারালেও রুট ও আর্চার মারমুখী ব্যাটিং করে দলীয় সংগ্রহকে ৩০০ পার করেন। ১৮১ রানে সেঞ্চুরি করা রুট পরের ২১ বলে করেন ৩৫ রান। আর আর্চার ২৬ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ৩২ রান। তাতে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে প্রথম দিন শেষ করে সফরকারীরা।
ঢাকা/আমিনুল