ইনফ্লুয়েন্সার সেই তনির স্বামী মারা গেছেন
Published: 15th, January 2025 GMT
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।
তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিগ টিকিটে ৮৩ লাখ টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কর্মরত এক বাংলাদেশি কাঠমিস্ত্রি মোহাম্মদ মহিন বিগ টিকিটে তার প্রথম প্রচেষ্টাতেই বাজিমাত করে জিতে নিলেন আড়াই লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৮৩ লাখ ৩০ হাজার টাকা।
রবিবার (৭ ডিসেম্বর) আবুধাবি গ্রান্ড প্রিক্স (এফ১ আবুধাবি জিপি) চলাকালীন ‘বিগ টিকিট’-এর ফর্মুলা ওয়ান চালক-ভিত্তিক একটি গেম খেলে প্রবাসী বাংলাদেশি মহিন এই বিশাল অঙ্কের পুরস্কারটি জেতেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই জয়কে মহিনের জন্য আরো উল্লেখযোগ্য করে তুলেছে কারণ এটি ছিল ‘বিগ টিকিট’-এ তার প্রথমবার ভাগ্য পরীক্ষা করা।
রবিবার মহিনসহ নির্বাচিত কয়েকজনকে বিগ টিকিটের আয়োজনে ইয়াস মারিনা সার্কিটে বিশেষ ইয়টে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অংশগ্রহণকারীদের বলা হয়, মৌসুমের ফাইনাল ফর্মুলা ওয়ান রেসে প্রতিযোগিতা করা চালকদের মধ্যে একজনের নাম বেছে নিতে।
বিগ টিকিটের দল পরে পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩, এবং ১৮) নির্ধারণ করে দেয়। মহিনের এলোমেলোভাবে বেছে নেওয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত একটি অবস্থান। আর এতেই ৩০ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি জিতে নেন আড়াই লাখ দিরহাম।
মহিন জানান, তিনি এই টিকিটটি কিনেছিলেন আরও ৭২ জনের সঙ্গে মিলে। তাই পুরস্কারের টাকা সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। গালফ নিউজের সঙ্গে ইয়াস মারিনা সার্কিটে বিগ টিকিটের ইয়াটে আলাপকালে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কখনো ভাবিনি জিতব। গত ১০ বছর ধরে গ্রান্ড প্রিক্স অনুসরণ করি। এবার প্রথমবার বিগ টিকিট কিনলাম, আর প্রথম চেষ্টাতেই জিতে গেলাম।”
মহিন জানান, এই জয় তাকে তার ভাগ্য চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে উপভোগ করছি, ফর্মুলা ওয়ান রেস দেখছি, এগুলো এমন অভিজ্ঞতা যা আমি স্বপ্নেও ভাবিনি।”
ঢাকা/ফিরোজ