দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত হাঁচি হলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে 

হাঁচি দেওয়ার সময ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস দ্রুতগতিতে বেরিয়ে আসে। এই গতির কারণে হাঁচির কণা প্রায় ২ মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কানের আঘাত, সাইনাস সংক্রমণ বা রক্তনালীর ক্ষতি করতে পারে। এ ছাড়াও কিছু সমস্যা দেখা দিতে পারে। 

এক. অতিরিক্ত হাঁচি দিলে কানের ওপর চাপ পড়ে এবং কানের সূক্ষ্ম রক্তনালী ছিঁড়ে যেতে পারে।

আরো পড়ুন:

রাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

শীতকালে জলপাই কেন খাবেন?

দুই. অতিরিক্ত হাঁচি সাইনাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে।

তিন. হাঁচির সময় রক্তচাপ বেড়ে যায়, যা রক্তনালীর ক্ষতি করতে পারে।

চার. কিছু বিরল ক্ষেত্রে হাঁচির কারণে মস্তিষ্কের ওপর প্রভাব পড়তে পারে, যেমন দুর্বলতা বা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে। 

কখন ডাক্তার দেখাবেন 

হাঁচির সঙ্গে যদি জ্বর বা শ্বাসকষ্টের মতো অন্যান্য গুরুতর লক্ষণ থাকে। কিংবা  অ্যালার্জি দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

সূত্র: দ্য কনভার্সেশন ডট কম

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ