দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের মধ্যে স্বাস্থ্যচুক্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে। শনিবার রাজধানীর মহাখালীতে হাসপাতালের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (জেলা ও দায়রা জজ) মো. আমিরুল ইসলাম এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী।

চুক্তির আওতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সব সদস্য এবং তাদের পরিবার হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়া হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) এস এম শরিয়ত উল্লাহ, সহকারী মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন, হেড অব করপোরেট নীতা চক্রবর্ত্তী, হেড অব ব্র্যান্ড সি এফ জামান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ