দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জামাল খাসোগি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান স্ত্রী হানানের

সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান আলআতর খাসোগি তাঁর স্বামী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাঁর স্বামীর হত্যাকাণ্ড নিয়ে যুবরাজ কিছুই জানেন না বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা শুনে তিনি হতাশ হয়েছেন।

সিএনএন, সিবিএস নিউজসহ কয়েকটি মার্কিন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হানান আলআতার এ কথা বলেন। তিনি বলেন, ‘জামালকে হারানোর পর আমার জীবনে সব শেষ হয়ে গেছে। শুধু আমার ভালোবাসার মানুষকেই নয়, আমি হারিয়েছি আমার জীবিকা, আমার ব্যক্তিগত নিরাপত্তা এবং আমার বৃহত্তর পরিবারের সঙ্গে যোগাযোগ। কখনো কখনো বাতাসে চুরুটের গন্ধ ভেসে এলে আমার তাঁর কথা মনে পড়ে, আর একমুহূর্তের জন্য আমি বিশ্বাস করি, তিনি এখনো বেঁচে আছেন।’

হানান আলআতর বলেন, ‘আমি চাই পৃথিবী জানুক, জামাল কেবল একজন সাংবাদিক ছিলেন না। তিনি ছিলেন আমার প্রিয় স্বামী, চার সন্তানের গর্বিত বাবা, আর তিন নাতির স্নেহের দাদা। পরিবারই ছিল তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই গুণটিই ২০০৯ সালে আমাদের প্রথম সাক্ষাতে আমাকে তাঁর প্রতি আকৃষ্ট করেছিল। তারপর বছরের পর বছর ধরে আমাদের মধ্যে যোগাযোগ ছিল এবং আমরা আরব বিশ্বের পরিবার ও সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করতাম।’

সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান আলআতর খাসোগি

সম্পর্কিত নিবন্ধ