দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যুর নিশ্চিত করে জানিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস 'সানভিস বাই তনি'-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি কুপণ বেয়ারিং বন্ডের ষষ্ঠ বছরের অর্ধবার্ষিকীর (৫ জুলাই, ২০২৫ থেকে ৪ জানুয়ারি, ২০২৬) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০.৫০ শতাংশ হারে কুপন রেট বা মুনাফা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এর আগে বুধবার (৩ ডিসেম্বর) আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৪ জানুয়ারি রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় তা ফ্লোর প্রাইসে থাকবে।

এর আগে বন্ডটির ট্রাস্টি কমিটি ষষ্ঠ বছরের প্রথমার্ধের (৫ জানুয়ারি ২০২৫ থেকে ৪ জুলাই ২০২৫) জন্য বার্ষিক ১০.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ