দুর্নীতি ও অনিয়মে সম্পৃক্ত কাউকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব প্রতি বছর দাখিলের সুপারিশ করা হয়েছে। 

বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এই প্রতিবেদনে দুদক মোট ৪৭টি সুপারিশ তুলে ধরেছে। 

ষষ্ঠ সুপারিশে বলা হয়েছে, নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনের প্রার্থীরা অর্থায়ন এবং আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করবে; জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সহায়তায় নির্বাচন কমিশন নির্বাচনী হলফনামায় প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে ও পরবর্তীতে প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন এবং নির্বাচন কমিশন উক্ত বিবরণীগুলো কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবেন এবং রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবেন না।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সৌদি আরবের লিগ নতুন করে ডাকছে সালাহকে

মোহাম্মদ সালাহর ওপর সৌদি লিগের ক্লাবগুলোর চোখ অনেক দিন ধরেই। এর আগে সালাহকে নিয়ে আল ইত্তিহাদসহ একাধিক ক্লাবের আগ্রহের কথাও শোনা গিয়েছিল। কিন্তু লিভারপুলের সঙ্গে সালাহ এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে যে অন্য কোথাও যাওয়ার কথা বিবেচনাও করেননি। এমনকি এ জন্য সৌদি লিগে ৮ হাজার কোটি টাকা আয়ের সুযোগও ফিরিয়ে দিতে দ্বিধা করেননি সালাহ।

এর মধ্যে চলতি বছরের এপ্রিলে লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিও নবায়ন করেন সালাহ। এই চুক্তির কারণে সৌদি ক্লাবগুলোর মিসরীয় তারকাকে পাওয়ার আশা আরও ম্লান হয়। কিন্তু গত কয়েক দিনে সালাহ–লিভারপুলের দ্বন্দ্বের ঘটনায় সৌদি ক্লাবগুলোর সালাহকে পাওয়ার আশা নতুন করে জেগে উঠেছে। ক্লাব ও কোচের বিরুদ্ধে সালাহর বিদ্রোহকে কাজে লাগিয়ে ফের মাঠে নামতে চাইছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো।

সম্প্রতি বাজে ফর্মের বৃত্তবন্দী লিভারপুল দলের একাদশে জায়গা হারান সালাহ। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে তাঁর জায়গা হয়েছে বেঞ্চে। যেখানে দুই ম্যাচে বদলি নামার সুযোগও হয়নি তাঁর। এর জেরে লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩–৩ গোলে ড্রয়ের পর রীতিমতো বিদ্রোহ করে বসেন সালাহ।

আরও পড়ুনসালাহ বললেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে’০৭ ডিসেম্বর ২০২৫

সালাহ দাবি করেন, ক্লাবের ব্যর্থতায় তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ার কথাও নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। একই সঙ্গে জানুয়ারিতে ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়ে রাখেন তিনি। সালাহর এমন মন্তব্য সহজভাবে নেয়নি ক্লাব ও কোচ।

ভেঙে পড়েছে সালাহ–স্লটের সম্পর্ক

সম্পর্কিত নিবন্ধ