জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সম্পদের হিসাব প্রতি বছর দাখিলের সুপারিশ
Published: 15th, January 2025 GMT
দুর্নীতি ও অনিয়মে সম্পৃক্ত কাউকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব প্রতি বছর দাখিলের সুপারিশ করা হয়েছে।
বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা ড.
ষষ্ঠ সুপারিশে বলা হয়েছে, নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনের প্রার্থীরা অর্থায়ন এবং আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করবে; জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সহায়তায় নির্বাচন কমিশন নির্বাচনী হলফনামায় প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে ও পরবর্তীতে প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন এবং নির্বাচন কমিশন উক্ত বিবরণীগুলো কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবেন এবং রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবেন না।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীর সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে। এদিন সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় মধ্যে রেখেছে। তবে সড়কে যানবাহন চলাচল কিছু কম। গণপরিবহন কিছুটা কম থাকায় কর্মব্যস্ত মানুষেরা দুর্ভোগ পড়েছে। যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লকডাউনের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে, যাতে করে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে। মাঝে মধ্যে ছোট ছোট মিছিল ও স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জিবিত থাকতে দেখা গেছে। রাস্তায় অন্যান্য দিনের মতো মানুষের ভিড় নেই। কোথাও কোনো যানজটও নেই। যেসব গণপরিবহন সড়কে চলছে সেগুলোতে অফিস সময়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ ছিল কম।
আরো পড়ুন:
ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল
ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১
সায়েদাবাদা এলাকায় পরিবহন শ্রমিক সোহেল মিয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান। সবার মধ্যে একটু আতঙ্ক। এ কারণে সমিতির নির্দেশ থাকলে অনেক মালিক গাড়ি বের করতে দেয়নি। কারণ একটি গাড়ির ক্ষতি হলেও তো আর সমিতি ক্ষতিপূরণ দেবে না।
লাব্বাইক পরিবহনের চালক আবু তাহের বলেন, “সকাল থেকে যাত্রীর চাপ বেশি ছিল। কারণ অফিসগামী যাত্রী ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ কমেছে। বিকালে অফিস ছুটি হলে হয়ত কিছু যাত্রী পাওয়া যাবে।”
ঢাকা/নাজমুল/এসবি